আজ সোমবার | ৪ আগস্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ৯ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩০

না’গঞ্জে মডেল মসজিদ নির্মান অর্ধেক শেষ

ডান্ডিবার্তা | ০৪ আগস্ট, ২০২৫ | ১১:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ঘোষিত ছয়টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের তিনটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আরও দু’টির কাজ এখনো চলছে। তবে সদর উপজেলা মডেল মসজিদের জন্য এখনও স্থান নির্ধারণ করা যায়নি। ফলে কাজও শুরু করা যায়নি বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৭ সালে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে সারাদেশে ৫৬০টি ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ’ প্রকল্প হাতে নেয় বিগত সরকার। নারায়ণগঞ্জ জেলায় মোট ছয়টি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হয়। জেলার পাঁচটি উপজেলায় তিনতলা বিশিষ্ট পাঁচটি এবং জেলা শহরে চারতলা বিশিষ্ট মসজিদ নির্মাণের জন্য টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতি মসজিদের জন্য ১৪ কোটি করে মোট ৮৪ কোটি টাকা বাজেট ধরে প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা ২০১৭ থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত। এদিকে, নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় সময়সীমা ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। এরপর ২০২১ সালে একনেকের সভায় প্রকল্পটির সময়সীমা পুনরায় বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়েছিল। কিন্তু প্রকল্প অনুমোদনের ৮ বছর পরও নারায়ণগঞ্জে মডেল মসজিদ নির্মাণের কাজ শেষ হয়নি। ইসলামিক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, শহরের মন্ডলপাড়ায় নির্মাণাধীন জেলা মডেল মসজিদের অগ্রগতি ৮২ শতাংশ। মসজিদের নিচতলার কলাম এবং দ্বিতীয়-তৃতীয় তলার ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এদিকে, বন্দর উপজেলায় এ প্রকল্পের কাজ এগিয়েছে ৪৬ শতাংশ। এখানে ছাদ ঢালাইয়ের কাজ সমাপ্ত হলেও বাকি রয়েছে মিনার ও চারপাশের নানা গাথুনীসহ সংশ্লিষ্ট নানা কাজ। এরই মধ্যে সোনারগাঁ ও আআড়াইহাজার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কাজ সমাপ্ত হয়েছে। যেখানে গত বছর থেকে নামাজ আদায় করছে মুসল্লিরা। তবে এখনো প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করেনি তারা। তবে বাকি আছে রূপগঞ্জ উপজেলার মডেল মসজিদের আংশিক কাজ। যা দ্রুত শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। কিন্তু জমি নির্ধারণের জটিলতার সমাধান না হওয়ায় সদর উপজেলার মসজিদের নির্মাণকাজই শুরু করা যায়নি। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “প্রকল্প শুরু হওয়ার পর থেকেই সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণ নিয়ে নানা জটিলতা দেখা দেয় যা এখনো বিদ্যমান এবং এখনো জায়গা ঠিক করতে পারিনি। তবে এখনো প্রক্রিয়া চলছে।” তিনি বলেন, “এর আগে আমরা নানা যায়গায় জমি দেখেছি কিন্তু শেষ পর্যন্ত অধিগ্রহণ নিয়ে জটিলতা থাকায় কাজটি পিছিয়ে যচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা