আজ মঙ্গলবার | ৫ আগস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ১০ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:০৩

অস্থিরতার জন্য আ’লীগের চাঁদাবাজি

ডান্ডিবার্তা | ০৫ আগস্ট, ২০২৫ | ১২:২৬ অপরাহ্ণ

নাসির উদ্দিন
আওয়ামীলীগের গোপন ষড়যন্ত্র গোয়েন্দা সংস্থার নজরে এসেছে। আওয়ামীলীগ দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছিল। বেশ কিছুদিন যাবত আওয়ামীলীগের কতিপয় নেতাদের গোপনে নাশকতার প্রশিক্ষন দেয়া হচ্ছিল। যা গোয়েন্দাদের নজরে আসার সাথে সাথে অভিযান চালিয়ে এক মেজরসহ ২২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গোয়েন্দা ইতিমধ্যে আওয়ামীলীগের ষড়যন্ত্রের কিছু মোবাইল গ্রুপ সনাক্ত করেছে। যে গ্রুপের নাম আওয়ামী কল অনলী ট্রাস্টেড। এ গ্রুপের নেতাকর্মীদের স্বৈরাচার শেখ হাসিনা ভার্চ্যুয়াল নির্দেশনা দেন। নেতা কর্মীদের সাথে টেলিগ্রাম ভার্চ্যুয়াল মিটিংও করেন। আর শেখ হাসিনার সাথে এ চ্যানেলে প্রবেশ করে নেতাকর্মীদের দিতে হয় চাঁদা। প্রতিটি মিটিংয়ের মাধ্যমে আওয়ামীলীগের র্শীষ নেতারা করছেন চাঁদা বানিজ্য। এখন শেখ হাসিনা হয়ে উঠেছেন ডিজিটাল শাসক। আর এ ভার্চ্যুায়াল মিটিংর দালালি করেন ওবায়দুল কাদের। আর এসব হচ্ছে দিল্লিতে বসে। আওয়ামীলীগের প্রায় ৫০টি সিকরেট গ্রুপ রয়েছে। এ গ্রুপের মাধ্যমে মিটিং করে শেখ হাসিনা বিভিন্ন সময় দেশে অস্থিরতা সৃষ্টির নির্দেশনা দিচ্ছেন। এ মিটিং চলে গভীর রাত পর্যন্ত। আর নেতাকর্মীদের মিটিংয়ে যোগ দিতে চাঁদা দিয়ে লাইন নিতে হয়। আর এ চাঁদা নেয়া হয় শেখ হাসিনার ভাচ্যুায় সময়ের দোহাই দিয়ে। আর চাঁদার কমিশন পাচ্ছেন শেখ হাসিনা ও তার ছেলে জয়। এভাবে তারা দেশ থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নিচ্ছেন। আর টাকা লেনদেন হয় জটিল ক্রিপ্টোর মাধ্যমে। যদি কোন নেতা আক্ষেপ করে টাকা দিতে না চাইলে তাকে ব্লক করে দেয়া হয়। তারা কখনো ভিপিএন এর মাধ্যমেও তাদের ভার্চ্যুয়াল মিটিং করে থাকে। আওয়ামীলীগের আরো একটি গ্রুপ রয়েছে আওয়ামী লেব্যুলেশন জুলাই চাপ্টার। এ গ্রুপের মাধ্যমে ওবায়দুল কাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পায়। এ গ্রুপের নেতাকর্মীরা ভার্চ্যুয়াল নয় মাঠের রাজনীতি চায়। তবে এর সংখ্যা কম। শেখ হাসিনা টেলিগ্রাম গ্রুপে নেতাকর্মীদের নির্দেশনা দেন ঢাকা চট্টগ্রামে বিভিন্ন নামে প্রতিবাদ সভা করার। সেই সভা থেকে দেশে অস্থিরতা সৃষ্টির নির্দেশনা দিয়ে থাকেন। যাতে বর্তমান অন্তবর্তি সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থা তৈরী হয়। এভাবে আওয়ামীলীগের নেতারা গোপন ভাবে প্রচার করে থাকে সরকারের বিরুদ্ধে। আর ওবায়দুল কাদের মাদার লিভস ইন টেলিগ্রাম নামক গ্রুপের মাধ্যমে পর্দার আড়ালে থেকে আওয়ামীলীগের পুতুল চালক হিসাবে কাজ করছে। আর এ সকল গ্রুপের প্রবেশের জন্য আওয়ামীলীগের নেতাকর্মীদের কাছ থেকে লাইন সংযোগ দেয়ার নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা চাঁদা। আর দেশে আত্মগোপনে থাকা আওয়ামীলীগের দোসররা সেই নির্দেশা নিয়ে দেশে অস্থিরতা করার পায়তারা করছে বলে একাধিক সূত্রে জানা গেছে। যে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে বলেছিল। আওয়ামীলীগ পালায় না। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালাবে না প্রয়োজনে জেলে যাবে। সেই শেখ হাসিনা ও ওবায়দুল কাদের বিদেশে বসে দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন। একাধিক গোপন সূত্র থেকে জানা গেছে আওয়ামী দোসররা দেশে অস্থিরতা সৃষ্টির জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বেছে নিবেন। মহাসড়কে অস্থিরতা সৃষ্টি করতে পারলে সারা দেশ অচল হয়ে যাবে। আর এর প্রভাব পড়বে অন্তর্বতী সরকারের ওপর। যার চেষ্টা ইতিমধ্যে হয়েছেও। তারা প্রথমে সচিবালয়ে অস্থিরতা করার চেষ্টা করে ব্যর্থ হয়। এখন তাদের টার্গেট শহর ও মহাসড়ক। যা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এদিকে সাধারণ মানুষ বলছেন, যে আওয়ামীলীগ একটি গণহত্যাকারী ও সন্ত্রাসী দল এ দলের জায়গা বাংলার মাটিতে হবে না। আমরা আওয়ামীলীগকে প্রত্যাখান ও ঘৃনা করি। সম্প্রতি দেখা যায় নারায়ণগঞ্জের অনেক আওয়ামীলীগ নেতা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে তারা আওয়ামীলীগ আমলে নিজেদের আখের গুছিয়েও নিয়েছেন। যারা রাজনীতি করবে না এমন ভাব দেখাচ্ছেন তাদের নিয়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি পেয়েছে। কারণ তারাই পর্দার আড়ালে নাশকতার মদদ দিতে পারেন। তবে সব মিলিয়ে আওয়ামীলীগ এখন দেশে অস্থিরতা সৃষ্টির জন্য চাঁদাবাজি করছেন। ধীরে ধীরে আওয়ামীলীগের পিছনে আরেকটি কতমা যুক্ত হয়ে তা হলো আওয়ামীলীগ গণহত্যা ও সন্ত্রাসী দলের পাশাপাশি চাঁদাবাজির দল। একাধিক সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নগরী নারায়ণগঞ্জে এই গ্রুপটি বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে চলেছেন। আবার কেউ কেউ জুলাই আন্দোলনে সম্পৃক্ত রাজনৈতিক দলের ছত্রছায়ায় নিজেদের প্রকাশ করতে শুরু করেছে। অনেকেই ইতিমধ্যে এইসব দলের সাথে মিশে প্রকাশ্যে এসে আগের মতই তাদের নির্ধরিত খাতগুলি থেকে চাঁদা আদায় করে চলেছে। এসব চাঁদার সিংহভাগই নাশকতার কাজে ব্যহৃত ব্যক্তিবর্গের পিছনে ব্যয় করছে বলে একাধিক সূত্রে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা