আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:০৩

না’গঞ্জে উপদেষ্টার ভাগ্নে পরিচয়ে জমি দখলের চেষ্টা

ডান্ডিবার্তা | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার নাম ব্যবহার করে ফতুল্লার চাঁনমারিতে জমি দখলের চেষ্টা ও পত্রিকা অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে শহরের আলোচিত সন্ত্রাসী রিন্টু বাহিনীর বিরুদ্ধে। গতকাল বুধবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ওই জমিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের মারধর করে গোডাউন ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। এসময় তারা পত্রিকার সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। প্রায় দুই শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে হামলা করে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা যায়, গতকাল সকালে হঠাৎ করেই সন্ত্রাসী রিন্টুবাহিনীর প্রায় দুই শতাধিক সদস্য দেশীয় অস্ত্র নিয়ে চাঁনমারির ঐ জমিতে জোরপূর্বক প্রবেশ করে জমিটি দখলের অপচেষ্টা চালায়। এসময় নিরাপত্তাকর্মী মোতালেব বাধা দিতে গেলে তাকে মারধর করে হত্যার হুমকী দেয় সন্ত্রাসীরা। পরে তারা পত্রিকা অফিসের সিসি ক্যামেরা ও সাইনবোর্ড ভাঙচুর করে। জমিতে থাকা গোডাউনের তালা ভেঙ্গে বিভিন্ন ভাড়াটিয়ার পানি, জুস, টাইলস লুট করে। খবর পেয়ে মালিক পক্ষ পুলিশকে জানায়। পুলিশ হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমির মালিক তাইজুল ইসলাম রাজীব বলেন, এ জমিটি প্রায় তিন দশক আগে আমার বাবা জমিটি কিনেছে। এরপর থেকেই জমিটি আমরা ভোগ দখল করে আসছি। আজ সকালে এক উপদেষ্টার ভাগ্নে পরিচয়ে রিন্টু বাহিনী আমাদের জমি দখল করতে আসে। প্রায় দুই শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের জমিতে সাইনবোর্ড লাগাতে আসে। এসময় তারা আমার নিরাপত্তাকর্মীকে মারধর করে। সিসি ক্যামেরা ও দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সাইনবোর্ড ভাঙচুর করে। তারা জমিটির ভেতরে ভাড়া দেয়া গোডাউন এর তালা ভেঙ্গে ভাড়াটিয়াদের মালও লুট করে। তিনি আরো জানান, এক ব্যবসায়ী নেতা গতকাল আমাদের এক প্রতিনিধিকে ফোন করেছিলেন। জমিটি নিয়ে এক উপদেষ্টার স্বামী তাকে ফোন দিয়েছিল বলে তিনি জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে আমাদের সাথে বসতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই আজ সকালে এ হামলার ঘটনা ঘটে। দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধ থাকলে আইন আদালত আছে। কিন্তু তারা অন্যায়ভাবে জমিতে প্রবেশ করে ভাঙচুর বা লুটপাট করতে পারে না। আমার অফিসের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা ভেঙ্গেছে। নিরাপত্তাকর্মীকে মারধর করেছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, জমি দখলের খবর পেয়ে দ্রæত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সেখানে একটি পক্ষ ভাঙচুর করেছে এবং কিছু মাল লুটের ঘটনা নাকি ঘটেছে। উভয় পক্ষকে আমি থানায় ডেকেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা