আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৪৭

বন্দরে ভাড়া নিয়ে তর্কের জের ধরে  অটো ভাংচুর ও ৭ চালকে পিটিয়ে জখম

ডান্ডিবার্তা | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫০ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে সকালে অটো রিকশা ভাড়া নিয়ে তর্কাতর্কির জের ধরে দুপুরে হামলার শিকার হয়েছেন ৭ অটো চালক। এসময় জুম্মান নামে এক অটো চালকের গাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারি আনোয়ার হোসেন ও আওলাদ পুরান বন্দর ঝাউতলা এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলার ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে আহত অটো রিকশা চালকদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অটো রিকশা চালকরা হলেন, জুম্মান, মোঃ সোহাগ, মোঃ জাহাঙ্গীর, মোঃ জজ মিয়া, মোঃ মৃদুল, মোঃ মিলন ও মোঃ সাঈদ। হামলার শিকার হওয়ায় সবাই বন্দর চৌধুরী বাড়ি টু চিনারদী লাইনের চালক। ঘটনায় দুপুরে অটো রিকশা চালক জুম্মান বাদি হয়ে হামলাকারী আনোয়ার ও আওলাদ সহ ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলায় আহত অটো চালকরা জানান, জুম্মান মিয়ার ছোট ভাই বিল্লাল পেশায় অটো চালক। সকাল ১১ টায় আনোয়ারের সাথে বিল্লাল এর সঙ্গে বন্দর ঘাটে অটো ভাড়া নিয়ে তর্কবির্তক হয়। এক পর্যায়ে আনোয়ার হোসেন গালিগালাজ করে হুমকি দিয়ে চলে যায়। পরে দুপুরে পুরান বন্দর চৌধুরী বাড়ী থেকে অটোযোগে ঘাটে ফেরার পথে ঝাউতলা এলাকায় পৌছামাত্র আনোয়ার ও আওলাদসহ তাদের সহযোগীরা বাড়ীর সামনে রাস্তায় উপরে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত অটো চালক জুম্মানের গাড়ি পথরোধ করে টানাহেচড়া, মারধর ও গাড়ি ভাঙচুর করে। পরে তার ডাকচিৎকারে রাস্তা দিয়ে যাওয়ার পথে অটো চালক মোঃ সোহাগ, মোঃ জাহাঙ্গীর, মোঃ জজ মিয়া, মোঃ মৃদুল, মোঃ মিলন ও মোঃ সাঈদ এগিয়ে আসলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে লোহার রড, কাঠোর ডাসা দিয়ে এলোপাথারী মারধর করে রক্তাক্ত জখম করে। তখন আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রকাশ্যে খুন করার হুমকি দেয়। পরে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জোহর নামাজের পর বন্দর ঘাটে যাওয়ার সময় আনোয়ার ও আওলাদ জুম্মান নামে এক চালক গাড়ি থামিয়ে মারধর, গাড়ি ভাঙচুর করে। অন্য চালকরা এগিয়ে আসলে তাদেরও মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার সত্যতা পন বলে পুলিশ জানান। এ বিষয়ে বন্দর থানার এসআই মোতালিব মিয়া জানান, অটো চালকদের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ নেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অটো চালক জুম্মানের গাড়ি ভাঙচুর ও মারধর করার ঘটনা সত্যতা পেয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা