
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চৌরাপাড়া চকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে কৃষিজমি হুমকির মুখে পড়েছে, যার ফলে ৫০ বিঘা জমিতে কৃষিকাজ বন্ধ হয়ে গেছে। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু বক্করের শেল্টারে এ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ভূক্তভোগী কৃষকরা বলেন, আমাদের জমিগুলোতে ধান চাষ ও বিভিন্ন মৌসুমী শাক, সবজি, সরিষা ও গম চাষ করে থাকি। কিন্তু আমাদের কৃষি জমিতে শকুনের চোখ পড়েছে। এই এলাকার বাসিন্দা হয়েও মিজানুর রহমান ও আবু বক্কর তারা নিরিহ কৃষকের পক্ষে না থেকে ভূমিদস্যু ও ভূমিখেকোদের পক্ষে কাজ করছেন। তাদের দুজনের শেল্টারে ও তাদের যোগসাজশে একটি চক্র ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যেখানে ড্রেজার বসানো হয়েছে তার আশেপাশের জমিগুলো ভেঙ্গে পড়ছে। আমাদের কৃষিজমি হারিয়ে যাচ্ছে এবং প্রভাবশালীরা আমাদেরকে জমির কোন মূল্য বা ক্ষতিপূরণ দিচ্ছেনা। তাদের সাথে ভয়ে কেউ কথা বলতে পারছেনা। বললেই তারা মামলা ও হামলার ভয় দেখাচ্ছে। কৃষক ও জমির মালিকদের জিম্মি করে রাখা হয়েছে। কৃষি জমি রক্ষায় আমরা কার কাছে যাবো বুঝতে পারছিনা। চাষাবাদ করতে পারছিনা এবং জমি হারিয়ে আমরা এখন নিঃস্ব। কৃষি জমি রক্ষায় তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে এই বালু উত্তোলন বন্ধ করার দাবী জানাচ্ছি এবং যারা এই অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য জোড়ালো অনুরোধ জানাচ্ছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯