
ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজ বাড়ির ছাদে খেলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া নারায়ণগঞ্জ শহরের ৬ বছরের শিশু রিয়া গোপের তথ্য উঠে এসেছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে। জাতিসংঘ তার প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘নারায়ণগঞ্জে একজন ৬ বছর বয়সী বালিকাকে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে একটি বিক্ষোভের সহিংস সংঘর্ষ প্রত্যক্ষ করার সময় মাথায় গুলি করা হয়েছিল।’ গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে উত্তাল ছাত্র আন্দোলন দমনে সহিংস হয় আওয়ামী লীগ সরকার। আন্দোলনকারীদের উপর সরকার নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় ও দলীয় বাহিনীর সশস্ত্র হামলায় হাজারো মানুষ মারা যান। আন্দোলনের তীব্রতার মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই-আগস্টে বাংলাদেশে সংঘটিত গণহত্যার তদন্ত করে জাতিসংঘ। গত বুধবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ১১৪ পৃষ্ঠার সুদীর্ঘ এ প্রতিবেদনের শিশুর প্রতি সহিংসতার অংশে নারায়ণগঞ্জের রিয়া গোপের মৃত্যুর বিষয়টিও উঠে এসেছে। নারায়ণগঞ্জ শহরের ব্যবসায়ী দীপক কুমার গোপের একমাত্র কন্যা রিয়া গোপ। গত বছরের ১৯ জুলাই দুপুরে শহরের ডিআইটি এলাকায় নিজেদের চারতলা বাড়ির ছাদে খেলছিলেন রিয়া গোপ। ওই সময় একটি গুলি রিয়া গোপের মাথার পেছনের অংশে লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর সেখানেই মৃত্যু হয় শিশু রিয়ার। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ জুলাই দুপুরে জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে দলটির সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটুকে নিয়ে ওই সন্ত্রাসী বাহিনীকে নেতৃত্ব দেন। দুপুরে আন্দোলনকারীদের সাথে শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষ চলাকালীন রিয়া গোপ গুলিবিদ্ধ হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। একমাত্র শিশু কন্যার মৃত্যুর পরদিন বাবা দীপক কুমারের সাথে এ প্রতিবেদকের কথা হয়। ওইদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “দুপুর থেকে সংঘর্ষ হচ্ছিল। আমরা ছাদে গিয়ে দেখেও আসি। পরে ঘরে এসে দুপুরের খাবার খাই। খাবার শেষে রিয়া ছাদে গিয়েছিল। এক পর্যায়ে গোলাগুলির শব্দ শুনে রিয়াকে আনতে আমি ঘর থেকে বেরিয়ে ছাদে যাই। ছাদে গিয়ে রিয়াকে কোলে নিতেই একটি গুলি এসে লাগে ওর মাথায়। নেতিয়ে পড়ে আমার বুকে। রক্তে ভেসে যায় আমার হাত।” শোকে কাতর রিয়ার পরিবার এখনও সেই দুর্বিষহ স্মৃতি কাটিয়ে উঠতে পারেননি। সমাজের মানুষজনের কাছ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। প্রায় সময় তাদের সাথে নানানজন দেখা করতে আসলেও তারা নতুন করে দগদগে সে স্মৃতিচারণ করতে চান না। এমনকি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দেশের বিভিন্ন থানায় ভুক্তভোগী পরিবারগুলো মামলা করলেও কন্যা হত্যার ঘটনায় কোনো মামলা করেনি রিয়ার পরিবার। এদিকে, সারাদেশে সংঘটিত এ গণহত্যার তদন্ত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। তারা ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পরিচালনা করে। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিত এবং তাৎক্ষণিক প্রভাব বুঝতে এ অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধান শেষে গত ১২ ফেব্রæয়ারি জাতিসংঘ প্রতিবেদন প্রকাশ করে। ১১৪ পৃষ্ঠার ওই প্রতিবেদন বলা হয়েছে, সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দাবাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এতে শতশত বিচারবহির্ভূত হত্যাকান্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বলপ্রয়োগ করা হয়। একইসঙ্গে নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে। বিক্ষোভ এবং ভিন্নমত দমনে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি, সমন্বয় এবং নির্দেশনায় মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা ঘটেছে বলে মনে করে ওএইচসিএইচআর।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯