আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | বিকাল ৩:০১

তরুণদের প্রতি আস্থা বাড়ছে তৃনমূলের

ডান্ডিবার্তা | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্তমান রাজনীতিতে তরুণ ও যোগ্য নেতা হিসেবে বেশ আলোচনায় রয়েছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা। সেই সাথে বিগত সময়ে দলীয় আন্দোলন সংগ্রামেও তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। পদ-পদবীরে বাইরে থেকেও তারা বেশ সরবতা দেখিয়েছেন। আগামী দিনে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও আবুল কাউসার আশাকে মূল্যায়ণ করা হলে তারা তাদের যোগ্যতার পরিচয় দিতে পারবেন মনে করেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। সেই সাথে তাদের নিজস্ব কর্মীবাহিনী দিয়ে মহানগর বিএনপিকে যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারবেন। দলীয় যে কোনো কর্মসূচিতে তাদের সরবতা জাগিয়ে তুলতে পারবে মহানগর বিএনপিকে। জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চার বারের নির্বাচত কাউন্সিলর হচ্ছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ২০০৩ সালে পৌরসভার নির্বাচন দিয়ে তার শুরু হয়। এর পর আর তাকে পেছনে ফিরতে হয়নি। পরের ২০১১, ২০১৬ ও সবশেষ ২০২২ সালের ১৬ জানুয়ারী নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি খোরশেদ এখন সারাদেশে একটি আলোচিত নামে পরিণত। করোনার ভয়াবহতা বাড়তে শুরু করলে দাফন, সৎকার থেকে শুরু করে সবকিছুতেই এগিয়ে ছিলেন খোরশেদ। করোনায় আক্রান্ত ও উপসর্গে মৃত ব্যক্তিদের লাশ পড়েছিল বাড়ির আঙিনায়, সিঁড়িতে। সংক্রমণের ভয়ে স্বজন ও প্রতিবেশীরা কেউ লাশ দাফনে এগিয়ে আসেনি। ওই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে লাশ দাফন ও সৎকারে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। মাকছুদুল ও তাঁর দল টিম খোরশেদ একে একে দেড় শতাধিক জনের লাশ দাফন করেন। মৃতদেহ সৎকারে মুখাগ্নি করেছেন কয়েকজনের। করোনার শুরু থেকে হ্যান্ডস্যানিটাইজার তৈরী ও বিতরণসহ নানা উদ্যোগে নারায়ণগঞ্জবাসীর পাশে ছিলেন আলোচিত এই কাউন্সিলর। খোরশেদের বিরুদ্ধে মামলা ছিলো ৪৯টি। বিগত দিনে হরতাল অবরোধ চলাকালে সামনের সারিতে থাকা এ যুবদল নেতাকে এখন পর্যন্ত কারাবন্দী হতে হয়েছে ১০ বারের মত। প্রত্যেকবারই প্রায় দুই থেকে তিনমাস সময় কারাভোগ করতে হয়েছে। এছাড়া জেল গেট থেকেও গ্রেপ্তার হয়েছেন অনেকবার। মহানগর যুবদলের সেক্রেটারী থেকে সভাপতির দায়িত্ব পালন কালে খোদ প্রতিপক্ষ প্রতিদ্ব›িদ্বরাও তাঁর সক্রিয়তাকে স্বীকার করেছেন। তবে একের পর এক কমিটিতে পদ-পদবীর বাইরে থাকলেও কখনও তিনি হতাশ হননি। বরং সবসময় দলের জন্য ও জিয়া পরিবারের জন্য কাজ চালিয়ে যান তিনি। তার বিশ্বাস দলের সর্বোচ্চ নেতা তারেক রহমান তার কাজের মূল্যায়ন করবেন। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বাইরে থেকেও একাই যেন চমক দেখিয়ে আসছেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা। তার নেতৃত্বে যেন ম্যাজিক রয়েছে। তিনি যে কর্মসূচির আয়োজন করে থাকেন সেখানেই যেন নেতাকর্মীদের ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় কর্মসূচিস্থল। নবীন প্রবীণ সকলেই তার বলয়ে ভিড়ে থাকেন। সবশেষ এবারের মহান বিজয় দিবসের কর্মসূচিতে বিশাল র‌্যালির মাধ্যমে চমক দেখিয়েছেন। তার সাথে যেন মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও পেরে উঠতে পারেনি। উপস্থিতির দিক দিয়ে মহানগর বিএনপির র‌্যালি থেকে আশার র‌্যালি কোনো অংশই যেন কম ছিলো না। আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই তার বিজয় র‌্যালিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম রাজনীতি থেকে নিজেকে কিছুটা বিরতি দিতে চাইলে তার থেকে মহানগর বিএনপির দায়িত্ব সরিয়ে নেয়া হয়। সেই সাথে মহানগর বিএনপির দায়িত্ব পান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। একই সাথে এই কমিটিতে আবুল কালামের আধিপত্য কমিয়ে দেয়া হয়। আবুল কাউসার আশা কমিটির যুগ্ম আহবায়ক হলেও তিনি সাখাওয়াত ও টিপুর সাথে গিয়ে রাজনীতি করতে অনেকটাই অনীহা ভাব প্রকাশ করেন। সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু দায়িত্ব পেয়েই বক্তব্য বলেন পরিবারতন্ত্রের রাজনীতির অবসান হয়েছে। একই সাথে আবুল কালাম পরিবার তার অনুসারীদের দমিয়ে রাখার চেষ্টা করেন। বিশেষ করে আবুল কাউসার আশাকে চাপে রাখার চেষ্টা করা হয়। সবমিলিয়ে প্রতিক‚ল পরিস্থিতির মধ্য দিয়েই আশাকে দিন অতিবাহিত করতে হচ্ছিলো। কিন্তু তারপরেও আশা সবসময় তার অবস্থান জানান দিয়ে আসছিলেন। সবসময় নিজেকে কর্মী বেষ্টিত করে রাখেন আবুল কাউসার আশা। বন্দরের পাশাপাশি এখন নারায়ণগঞ্জেও আশার বলিষ্ঠ নেতৃত্ব সৃষ্টি হচ্ছে বলে লক্ষণীয় হচ্ছে। শহরেরও আবুল কাউসার আশার বিপুল সংখ্যক অনুসারী তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে আশার নেতৃত্বে যেন ম্যাজিক রয়েছে, বিএনপির নবীন ও তরুণ কর্মীরা এখন সব আশার নেতৃত্বের ছায়াতলে আসতে শুরু করেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা