
ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগ সরকারের পতনের পূর্বকালীন সময়ে নারায়ণগঞ্জের অপরাধ জগৎতের নাম নিলেই উঠে আসত নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ব্যাড ভাতিজা সন্ত্রাসী আজমেরী ওসমান নাম। যে কিনা ঘরে বসেই রিমোর্ট কন্ট্রোল এর মত পুরো নারায়ণগঞ্জের অপরাধ জগৎত নিয়ন্ত্রণ করতেন। এছাড়া নারায়ণগঞ্জের অপরাধ নিয়ন্ত্রণে ব্যবহার করতেন এক ঝাঁক ডেভিল বাহিনী যাদের দ্বারা গভীর রাতে হোন্ডা ও গাড়িবহর নিয়ে আজমেরী ওসমান জনমনে ভীতি সৃষ্টি করতেন। তবে গত ৫ই আগস্টের পর আজমেরী ওসমান দেশ ত্যাগে সফল হলেও এখনও তার ডেভিল বাহিনী দেশেই অবস্থান করে বিভিন্ন অপকর্ম সংগঠিত করার পায়তারা করেছেন। তারই আলোকে বেশ কয়েকদিন আগে শেখ হাসিনাতে আস্থা এমন ¯োগানে আজমেরী ওসমানের ছবি ব্যবহার করে পোস্টার সাঁটান। তারপরও তাদের সনাক্ত করে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছেন প্রশাসন। তবে দেশব্যাপী সকল ডেভিলদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান পরিচালনা করছে সরকার। সে অভিযানে এখনো গ্রেফতার হচ্ছে না আাজমেরীর বাহিনীর সদস্যরা। সূত্র বলছে, আজমেরী ওসমান সদর-বন্দর আসনের সাবেক এমপি নাসিম ওসমানের পুত্র। তবে আজমেরী ওসমান রাজনৈতিক পরিবার এবং এক একজন সাংসদের পুত্র হয়েও নিজেকে রাজনীতিবীদ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। নিজেকে নারায়ণগঞ্জের অপরাধের স্বার্গ রাজ্যের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত করে নিজের নামের সাথে সন্ত্রাসী কুখ্যাতি অর্জন করেছেন। তার এই অপরাধ জগৎতের অন্যতম সহায়ক ছিলেন তারই জন্মদাতা মা পারভীন ওসমান। যেটা অনেকটা বাংলার প্রয়াত নায়ক মান্নার আম্মাজান ছবির মত। ঠিক আম্মাজান ছবির মতই আজমেরী ওসমান ছিলেন মান্নার চরিত্রের মত বিভিন্ন ঘুম, খুন, হত্যার সাথে নিজেকে জড়িয়েছেন যার অন্যতম প্রতিচ্ছবি দৃষ্টান্ত হচ্ছে নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকান্ডে আর এই হত্যা কান্ডের অন্যতম আসামী হচ্ছেন আজমেরী ওসমান। এছাড়া বহু হত্যা ঘুম খুনের আসামী হয়েও প্রকাশ্যে থেকে গ্রেফতার এড়িয়ে নারায়ণগঞ্জের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে সন্ত্রাসী কুখ্যাতি পেয়েছেন এবং বিনিময়ে তার মা পারভীন ওসমানকে আম্মাজান ছবির ন্যায় আম্মাজান খ্যাতি অর্জন করে দিয়েছেন পুত্র আজমেরী ওসসান। এদিকে তার চাচা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমান আজমেরী ওসমানের হোন্ডা বাহিনী এবং তার মার আম্মাজান বাহিনীকে বিদ্রæপ করে হাম্মাজান বাহিনী হিসেবে অখ্যায়িত করে নিজের তিক্ততা প্রকাশ করেছিলেন। কেননা আজমেরী বাবা নাসিম ওসমান জীবিত থাকালীন সময় থেকেই ছিলেন উশৃঙ্খল তার সহযোগী সকলেই ছিল মাদক ব্যবসায়ী, মাদক আসক্ত, ভূমিদস্যু, চাঁদাবাজ, হত্যা ঘুম খুনের আসামী। এক পর্যায়ে নারায়ণগঞ্জের সকল শীর্ষ অপরাধীদের আর্শীবাদ হয়ে আজমেরী ওসমান তার ডেভিল বাহিনী প্রতিষ্ঠা করেন। তার এই বাহিনীকে কেউ বলতেন হোন্ডা বাহিনী বা ভাইয়া গ্রুপ। আর এই বাহিনী দ্বারা নারায়ণগঞ্জের বহু মানুষকে ভূমিহীন, অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, গুম-খুন সংগঠিত করতেন। আজমেরী ওসমান এবং তার বাহিনীর বিরুদ্ধে পান থেকে চুন খসলেই প্রাণানাশের হুমকি হত্যা করা হত আওয়ামী সরকারের পতনের পূর্বে। তবে গত ৫ আগস্টের পূর্বে জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আজমেরী ওসমান প্রকাশ্যে তার ডেভিল বাহিনী নিয়ে হামলা চালান। কিন্তু এই হামলার পর আওয়ামীলীগের সরকাররের পতন ঘটলে আজমেরী ওসমান দেশত্যাগ করে ইন্ডিয়া পালিয়ে গেলেও তার নিয়ন্ত্রিত ডেভিল বাহিনী অনেকটা প্রকাশ্যে। তারা হলেন- পিজা শামীম সাবেক জাপা নেতা,সাবেক কমিশনার আজহার, কাজী আমির সাবেক ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা, নাসির ইসদাইরের অঘোষিত ডন, ময়নাল হোসেন মোল্লা নিট কনসার্ন জাহাঙ্গীরের ছোট ভাই, জোহাদ শাকিল, মুকিত সাবেক ছাত্রলীগ নেতা, ঝুট সন্ত্রাস মনির হোসেন সাবেক ছাত্রলীগ নেতা, মোরশেদ, আক্তার নূর, আলমগীর চারাগোপের এসময়ের চাঁদাবাজ, ইফতি আমলাপাড়ার ভূমিদস্যু, হাজী রিপন যিনি নিজেকে দ্বিতীয় আজমেরী হিসেবে শহরে প্রতিষ্ঠিত করতে চেয়ে ছিলেন, তরিকুল ইসলাম লিমন সাবেক আজমেরী ওসমানের সেকেন্ড ইন কমান্ড, নিতাইগঞ্জের চাঁদাবাজ হোসেন রেজা, হাসনাত শাওন, সুমন গলাচিপার আজমেরীর অপরাধের ত্রাস সৃষ্টিকারী, শাহে আলম রুপু নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজ সভাপতি, শাহে আলম সবুজ নারায়ণগঞ্জ মহানগর ছাত্র সমাজ, হাজীগঞ্জের টোকাই রাসেল, দোকন মালিক ও শ্রমিক চাঁদাবাজ মোফাজ্জাল, মুরাদ হোসেন বারিশ, কিশোর লিডার ইভন, ২নং গেইটের আজমেরীর চাঁদাবাজ বান্টি, নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান লিয়ন, বন্দর যুব সংহতির সভাপতি ফারুক, খায়রুদ্দিন মোল্লা, মাসুম, আবির রহমান, রহমত উল্লাহ, দিপু, আলম। এরমধ্যে গুটি কয়েকজন দেশত্যাগ করলেও এখনো অনেকে প্রকাশ্যে থেকে নানা অপকর্মে ফের লিপ্ত হতে পায়তারা করছেন। অথচ, দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে তারপরও প্রশাসনের জালে আটকাচ্ছে না নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের বাহিনীর সদস্যরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯