আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৫০

সোনারগাঁয়ে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ

ডান্ডিবার্তা | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সরকারি ক্যানেলের দখল করে সেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্বৈরাচারী সরকারের পতনের পর বিভিন্ন মহল বিভিন্ন ভাবে লুটপাট, দখলদারিত্বের বানিজ্য শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সরকারি ক্যানেল দখল করে সেট নির্মাণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, বেড়িবাঁধের পর আমগাঁও এলাকায় একটি সরকারি খাল চলমান ছিল যা আমগাঁও বাজার পর্যন্ত গিয়ে সীমাবদ্ধ হয়। এইখানে সরকারি ক্যানেলের উপর প্রভাবশালী একটি মহল সিমেন্টের পিলার দিয়ে সেট নির্মাণ করা হয়েছে। এই বিষয়ে এলাকার কেউই মুখ খুলতে রাজি হননি। শুধু এইটুকু জানা যায় যে স্থানে সেটিটি নির্মাণ করা হয়েছে এটি একটি সরকারি খালের উপর। এই বিষয়টি জানতে চেয়ে সাদিপুর ইউনিয়ন ভুমি অফিসে যোগাযোগ করলে জানাযায় এইখানে একটি ক্যানেল রয়েছে। উপজেলা সহকারী ভূমি অফিসার কাঁচপুর সার্কেল সাগুফতা মেহনাজ বলেন, তথ্য পেয়েছি বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা