
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী আবাসন প্রকল্পে ভুয়া কমিটি গঠন করে সার্ভিস চার্জ আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় মমিতি লিমিটেডের কার্যকরী কমিটি বহাল থাকাতে ‘ভূমি পল্লী ব্যবস্থাপনা আন্তর্বর্তী কমিটি’ নামে একটি ভুয়া কমিটি গঠন করায় শুরু হয়েছে ব্যবপক সমালোচনা। এ সমালোচনার জন্ম দিয়েছেন প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, মিনহাজ উদ্দিন আহমদ, মো. তোফাজ্জল হোসেন ও প্রকৌশলী মো. জসিম উদ্দিন। বিষয়টি জানতে পেরে ভুয়া কমিটির কার্যক্রম স্থগিত রাখার রির্দেশ নিয়েছেন পল্লীর ব্যবস্থাপনা কমিটি। জানা গেছে, ভূমি পল্লী আবাসনে সিকিউরিটি সার্ভিস, মশা নিধন, রাস্তা-ড্রেন পরিচ্ছন্নতা ও বাসাবাড়ির বর্জ্য অপসারণ চার্জ আদায় করার জন্য ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় সমিতির(রেজি: নং-৩৮৪/২১) কর্তৃপক্ষ একটি তাগিদপত্রে গত বছরের ১ নভেম্বর ও সমিতির বকেয়া আদায়ের জন্য আরেকটি পত্রে ২৪ ডিসেম্বর জিয়াউল হক ভূঁইয়াকে দায়িত্ব দেন। আওয়ামী লীগের দোসর কিছু বাড়ির মালিক বিএনপির নাম ভাঙিয়ে সমিতির অফিস ঘেরাও করে জিয়াউল হককে বাদ দিয়ে তাদের পছন্দের লোকদের দায়িত্ব দেওয়ার দাবি জানায়। তাদের তোফের মুখে গত ২ ফেব্রæয়ারি সমিতি কর্তৃপক্ষ জিয়াউল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পল্লীর ৭নং সড়কের এ-১০৪ নং প্লট মালিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, ২নং সড়কের ডি-১৯ নং প্লট মালিক ড. মিনহাজ উদ্দিন, ৪নং সড়কের এ-২৯নং প্ল মালিক মো. আলমগীর পাটোয়ারী, ৪নং সড়কের এ-৩৪নং প্লট মালিক মো. তোফাজ্জল হোসেন ও ৮নং সড়কের সি-৫৩নং প্লট মালিক প্রকৌশলী মো. জসিম উদ্দিনকে দায়িত্ব দেন। ভূমি পল্লী দেখভালের দায়িত্ব পেয়ে মো. সাইফুল ইসলাম, মিনহাজ উদ্দিন আহমদ, মো. তোফাজ্জল হোসেন ও প্রকৌশলী মো. জসিম উদ্দিন, ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন পাটোয়ারী ও সম্পাদক মো. জামাল উদ্দিন খানকে অবহিত না করে নিজেরাই ভূমি পল্লী ব্যবস্থাপনা অন্তর্বর্তী কমিটি নামে একটি ভুয়া কমিটি গঠন করে রশিদের মাধ্যমে সার্ভিস চার্জ আদায় শুরু করেন। বিষয়টি অবগত হওয়ার পর গত ১১ ফেব্রæয়ারি সমিতি সভাপতি মো. জসিম উদ্দিন পাটোয়ারী ও সম্পাদক মো. জামাল উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ২ ফেব্রæয়ারি ইস্যু করা পত্রের কার্যকারিতা স্থগিত করেন। পাশাপাশি পল্লীর সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার স্বার্থে পল্লীতে বসবাসরত প্লট, ফ্ল্যাট ও বাড়ির মালিকদের সমন্বয়ে একটি উপ-কমিটি গঠন করার সিদ্ধান্ত নেন। তবে এ উপ-কমটি গঠনের জন্য ভূমি পল্লী কল্যাণ সমিতির নেতাদের সহযোগিতা চেয়েছেন ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় মমিতি কর্তৃপক্ষ। উপ-কমিটি গঠন না হওয়া পর্যন্ত পল্লীর সার্ভিস চার্জসহ যাবতীয় কার্যক্রম ব্যবস্থাপনা কমিটি, ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় মমিতি কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হবে বলে পত্রে উল্লেখ করা হয়। এবিষয়ে জানতে চাইলে ‘ভূমি পল্লী ব্যবস্থাপনা আন্তর্বর্তী কমিটি’ গঠনের সত্যতা স্বীকার করে প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন বর্তমানে কমিটির কর্যক্রম বন্ধ রয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯