আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | বিকাল ৩:১৪

শীতলক্ষ্যা রক্ষার দাবীতে মহিলা পরিষদের মানববন্ধন

ডান্ডিবার্তা | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার পরিবেশ উপ- পরিষদের উদ্যোগে “শীতলক্ষ্যা বাঁচাও, বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ো!”-শীর্ষক এক মানববন্ধন গতকাল সোমবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারা ঘাট সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ। বক্তব্য প্রদান করেন- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনজুমান আরা আকসির, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ল²ী চক্রবর্তী, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, পরিচালনা করেন পরিবেশ সম্পাদক রওনক রেহানা। মানববন্ধনে শীতলক্ষ্যা বাঁচাও সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। বক্তারা বলেন- “শীতলক্ষ্যা নদী দূষণ মুক্ত” করতে হবে। দূষণমুক্ত নদ-নদীর জন্য জনসচেতনতা গড়ে তোলা- এখন সময়ের দাবী। পরিবেশের কথা চিন্তা না করে অপরিকল্পিতভাবে কল-কারখানা স্থাপন, এর বর্জ্য পদার্থ ও আবর্জনা নদীর পানিতে নিষ্কাশন, কল-কারখানা ও জলযানের কেমিক্যাল ও ধোঁয়ায় মারাত্মক পানি ও বায়ূ দূষণ এবং নদী দখলের ফলে স্বচ্ছ ও শান্ত স্বভাবের শীতলক্ষ্যা নদী আজ মৃতপ্রায়। নদীর এই পানি ব্যবহার করে বা নিয়মিত নদী পাড়াপাড়ের কারণে মানুষ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। অথচ এক সময় এই নদীর নির্মল সুস্বাদু পানি-“পিওর শীতলক্ষ্যা ওয়াটার” ইংল্যান্ডের কোম্পানিগুলোতে ঔষধ তৈরির কাজে ব্যবহার হতো। বাংলাদেশ মহিলা পরিষদ নদী ও বায়ু দূষণসহ সকল প্রকার দূষণ প্রতিরোধে এবং পরিবেশ সুরক্ষায় নানামুখী কর্মসূচি নিয়মিতভাবে পালন করছে। প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের সাথে যুক্তভাবে কাজ করছে। নেতৃবৃন্দ আরও বলেন, জন সাধারণের এত আবেদন নিবেদন সত্তে¡ও সরকারী দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে তেমন পদক্ষেপ নিচ্ছে না। শীতলক্ষ্যা নদী দূষণ রোধ ও সুরক্ষায় সরকারী দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা। একই সাথে নারায়ণগঞ্জ জেলার ভেতরে প্রবাহিত বুড়িগঙ্গা, ধলেশ্বরী, মেঘনা ও ব্রহ্মপুত্র নদ দূষণ মুক্ত করতে হবে। শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসীর যৌক্তিক দাবীর সাথে একাত্মতা ঘোষণা করছে। নদীমাতৃক বাংলাদেশের নদ-নদী আবর্জনামুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আসুন আমরা সবাই সচেতন হই। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর নাব্যতা এবং বিশুদ্ধতা রক্ষা হোক পরবর্তী প্রজন্মের কাছে আমাদের অঙ্গীকার। মানববন্ধনে জেলা, শহর ও পাড়ার সদস্যরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা