
ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার পরিবেশ উপ- পরিষদের উদ্যোগে “শীতলক্ষ্যা বাঁচাও, বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ো!”-শীর্ষক এক মানববন্ধন গতকাল সোমবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারা ঘাট সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ। বক্তব্য প্রদান করেন- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনজুমান আরা আকসির, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ল²ী চক্রবর্তী, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, পরিচালনা করেন পরিবেশ সম্পাদক রওনক রেহানা। মানববন্ধনে শীতলক্ষ্যা বাঁচাও সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। বক্তারা বলেন- “শীতলক্ষ্যা নদী দূষণ মুক্ত” করতে হবে। দূষণমুক্ত নদ-নদীর জন্য জনসচেতনতা গড়ে তোলা- এখন সময়ের দাবী। পরিবেশের কথা চিন্তা না করে অপরিকল্পিতভাবে কল-কারখানা স্থাপন, এর বর্জ্য পদার্থ ও আবর্জনা নদীর পানিতে নিষ্কাশন, কল-কারখানা ও জলযানের কেমিক্যাল ও ধোঁয়ায় মারাত্মক পানি ও বায়ূ দূষণ এবং নদী দখলের ফলে স্বচ্ছ ও শান্ত স্বভাবের শীতলক্ষ্যা নদী আজ মৃতপ্রায়। নদীর এই পানি ব্যবহার করে বা নিয়মিত নদী পাড়াপাড়ের কারণে মানুষ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। অথচ এক সময় এই নদীর নির্মল সুস্বাদু পানি-“পিওর শীতলক্ষ্যা ওয়াটার” ইংল্যান্ডের কোম্পানিগুলোতে ঔষধ তৈরির কাজে ব্যবহার হতো। বাংলাদেশ মহিলা পরিষদ নদী ও বায়ু দূষণসহ সকল প্রকার দূষণ প্রতিরোধে এবং পরিবেশ সুরক্ষায় নানামুখী কর্মসূচি নিয়মিতভাবে পালন করছে। প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের সাথে যুক্তভাবে কাজ করছে। নেতৃবৃন্দ আরও বলেন, জন সাধারণের এত আবেদন নিবেদন সত্তে¡ও সরকারী দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে তেমন পদক্ষেপ নিচ্ছে না। শীতলক্ষ্যা নদী দূষণ রোধ ও সুরক্ষায় সরকারী দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা। একই সাথে নারায়ণগঞ্জ জেলার ভেতরে প্রবাহিত বুড়িগঙ্গা, ধলেশ্বরী, মেঘনা ও ব্রহ্মপুত্র নদ দূষণ মুক্ত করতে হবে। শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসীর যৌক্তিক দাবীর সাথে একাত্মতা ঘোষণা করছে। নদীমাতৃক বাংলাদেশের নদ-নদী আবর্জনামুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আসুন আমরা সবাই সচেতন হই। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর নাব্যতা এবং বিশুদ্ধতা রক্ষা হোক পরবর্তী প্রজন্মের কাছে আমাদের অঙ্গীকার। মানববন্ধনে জেলা, শহর ও পাড়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯