
ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামী লীগের ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি নারায়ণগঞ্জে। অন্যান্য দিনের মতো নারায়ণগঞ্জ শহর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আওয়ামীলীগের ডাকা হরতালে সাড়া দেয়নি নারায়ণগঞ্জবাসী। এদিকে হরতালকে কেন্দ্র করে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। গতকাল মঙ্গলবার সকালে মহাসড়কের শিমরাইল মোড়, সাইনবোর্ড, কাঁচপুর, মোগরাপাড়া ও নারায়ণগঞ্জ শহরে সরেজমিনে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। দেখা গেছে, স্বাভাবিক দিনের মতো মহাসড়কের নারায়ণগঞ্জের ২১ কিলোমিটারে যানবাহনের চাপ রয়েছে। যাত্রীরাও নির্বিঘেœ নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। এখন পর্যন্ত হরতাল পালনকে কেন্দ্র করে কোনো প্রকার অরাজকতা কিংবা নাশতার সৃষ্টি হয়নি। অপরদিকে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের নিয়মিত টহল টিম মহাসড়কে ঘুরছে। সানারপাড় থেকে রজনিগন্ধা বাসে উঠেছেন ব্যবসায়ী আব্দুস ছামাদ। তিনি বলেন, ‘হরতালের খবর ফেসবুকে শুনেছি, কিন্তু রাস্তায় এসে বাস্তবে অন্য চিত্র দেখলাম। গাড়ি অন্যান্য দিনের মতোই চলাচল করছে।’ ইডেন কলেজের সাফা নামের এক ছাত্রী নীলাচল বাসে যাত্রা করছিলেন। তিনি বলেন, ‘আমরা তো দেখছি গাড়ি ঠিকঠাকভাবেই চলছে। এতবড় হত্যাযজ্ঞ চালিয়ে আবার হরতালের ডাক দেয় এটাই অবাক করার বিষয়।’ মৌমিতা ও নীলাচল বাসের দুই চালক জানান, সড়ক ফাঁকা রয়েছে। অন্য দিনগুলোর মতোই তারা যাতায়াত করছেন। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘হরতালের কোনো দৃশ্য চোখে পড়েনি। আমাদের টিম কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় টহল দিচ্ছে।’ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘আমাদের তিনটি টিম মহাসড়কে রাউন্ডে আছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ‘হরতাল সম্পর্কে আমার জানা নেই। নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাছিন আহাম্মেদ জানান, নারায়ণগঞ্জে হরতালের কোন প্রভাব নেই। প্রতিদিনের মত সকল কিছু স্বাভাবিক ভাবেই চলছে। তবে আমরা স্বাভাবিক দিনের মতোই তৎপর রয়েছে।’ এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নারায়ণগঞ্জ শহরে হরতার বিরোধী মিছিল করেছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯