আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | বিকাল ৫:৫৮

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

ডান্ডিবার্তা | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত ১৩ ফেব্রæয়ারি মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-দপ্তর সম্পাদক রাজুর উপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকালে মিতালী মার্কেট চত্ত¡রে এ বিক্ষোভ সমাবেশ করে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবু সাঈদ ভূঞার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সম্পাদক জাফর ইকবাল বকুলের পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী দল গনতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেন বাদশা। এসময় আরো উপস্থিত ছিলেন, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হোসেন, দেলোয়ার হোসেন, ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ক্যাশিয়ার আব্দুর রহিম সাজু, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির ১০নং ভবনের সভাপতি আঃ সালাম, সহ-সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সেলিম ও ১নং ভবনের সাধারণ সম্পাদক মোরশেদুর রহমান প্রমূখ। এসময় প্রধান অতিথির বক্তব্য মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা বলেন, আপনাদের কে ঐক্যবন্ধ থাকতে হবে, এই সন্ত্রাস, নৈরাজ্যর প্রতিবাদ জানাতে হবে। আপনারা জানেন গত ১৩ ফেব্রæয়ারি মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-দপ্তর সম্পাদক রাজুর উপর সন্ত্রাসীরা হামলা ও লুটপাট করেছে। তিনি আরো বলেন, আমি এই সন্ত্রাসীদের হুশিয়ার করে বলে দিতে চাই, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সৈনিক, আমার এক বিন্দু রক্ত থাকতে এই মিতালী মার্কেট কে কোন সন্ত্রীদের হাতে তুলে দিব না। আপনারা ঐক্যবন্ধ থাকেন। বাদশা আরো বলেন, আমাদের ব্যবসায়ী রাজুকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা, আমাদের সমিতির ক্যাশের উপর হামলা করে নগদ অর্থসহ মিতালী মার্কেটের জামে মসজিদের আপনাদের সম্পদ প্রায় ১৪ লক্ষ টাকার মতো তারা লুটপাট করেছে। আপনারা জানেন ঐদিন সন্ত্রাসীরা আমাদের মার্কেট ভাংচুর করে, আমাদের মার্কেট থেকে অনেক মালামাল লুট করেছে। আমি এই সন্ত্রাসীদের বলে দিতে চাই, কোন চাঁদা বাজের আস্তানা, কোন সন্ত্রাসীদের আস্তানা এই মিতালী মার্কেটে রাখবোনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা