আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৫

অনন্ত অ্যাপারেলসের শ্রমিকদের অসন্তুষ এখনো থামেনি

ডান্ডিবার্তা | ২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস নামের একটি রফতানিমুখী পোশাক কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যুতে একদিন পর আবারও আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। নিহত লিমা আক্তারের (২৪) মৃত্যুকে কেন্দ্র করে নয় দফা দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত গার্মেন্টস প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের ঘটনাস্থলে অবস্থান করতে দেখা গেছে। সকাল থেকেই প্রায় তিনশোর বেশি শ্রমিক ফ্যাক্টরির প্রবেশদ্বারে নয় দফা দাবি আদায়ের জন্য বিভিন্ন ¯েøাগান দেন। তাদের অভিযোগ, শ্রমিকদের জীবনের চেয়ে কর্মকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রমিকদের নয় দফা দাবির মধ্যে রয়েছে যেকোনো মুহূর্তে শ্রমিকরা অসুস্থ ও পারিবারিক সমস্যার সম্মুখীন হলে দ্রæত ছুটি নিশ্চিত করা। শুক্রবার ফ্যাক্টরি বন্ধ রাখা। প্রতিমাসের ৬ তারিখ বৃহস্পতিবার পড়লে সেদিন বেতন প্রদান করা। সন্ধ্যা ৭টার পর ১ ঘণ্টা বেশি কাজ করালে অতিরিক্ত টিফিন প্রদান। শ্রমিকদের ছাঁটাই বন্ধ করা। ঈদের ছুটি ১১ দিন নির্ধারণ করা। অফিসের সিনিয়র কর্মকর্তাদের শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার থেকে বিরত থাকা। লিমার মৃত্যুর কারণে গতকাল বৃহস্পতিবার ফ্যাক্টরি বন্ধ রাখা। নিয়মিত যাতায়াত ভাড়া ও খাবারের খরচ বৃদ্ধি। আন্দোলনরত শ্রমিকদের মধ্যে তামান্না ও মাহমুদা বলেন, “আমাদের দাবি মানতেই হবে। মালিক না আসা পর্যন্ত আমরা কাজে ফিরব না।” এ বিষয়ে অনন্ত অ্যাপারেলসের অ্যাডমিন ম্যানেজার নামজুল হককে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা