
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানের ও সোনারগাঁয়ে চুনা কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সাথে এসব কারখানা কারখানা মালিককে সাত লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার ফতুল্লা থানার চারটি স্থানে এই অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগে সস্তাপুর এলাকায় ওশান প্রিন্টার্স নামে একটি ওয়াশিং কারখানাকে ১ লাখ টাকা ও আব্দুল্লাহ স্পেশাল সন পাপড়ি নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে বিচ্ছিন্ন করা হয় প্রতিষ্ঠান দুটির অবৈধ গ্যাসের সংযোগ। পরে ওয়াপদার পুল এলাকায় ফ্রেন্ডস ডাইং এন্ড ফিনিশিং লিমিং ও থ্রেড প্লাস লিমিং নামে দুটি ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ তিন লক্ষ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া চারটি কারখানা থেকে জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ, রাইজার ও বার্ণার। পরে অবৈধ সংযোগ স্থাপন বন্ধে তিতাসের মূল বিতরণ লাইনের অবৈধ অংশগুলো স্থায়ীভাবে সীলগালা ও অপসারণ করে তিতাস কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত দিনব্যাপী এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মশিউর রহমান এবং নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরানসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা। এছাড়া সোনারগাঁয়ে চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার অর্জুন্দী এলাকায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোরশেদ। তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, পৌর এলাকার অর্জুন্দী এলাকায় অবস্থিত চুনা কারখানাটিতে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কার্যক্রম চালিয়ে আসছেন। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অপর দিকে সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষের নকল সিল ব্যবহার করে অবৈধ চুন কারখানা পরিচালনা করার অভিযোগে ১২টি কারখানার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কম্পানি নারায়ণগঞ্জ শাখা। এ কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। এলাকাবাসীরা জানায়, পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রায় ৯ বছর ধরে এই কারখানাগুলো চলছে। পরিবেশদূষণ রক্ষার্থে আবাসিক এলাকা থেকে কারখানাগুলো সরিয়ে নিতে পরিবেশ অধিদপ্তর একাধিকবার নোটিশ দিলেও তা কোনোভাবেই মানছেন না চুনা কারখানার অসাধু মালিকরা। তবে বারবার অভিযান পরিচালনার পরেও সংশ্লিষ্ট দফতরকে ম্যানেজ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন চুন কারখানার মালিকরা। পরিবেশ নীতিমালা ও তিতাস গ্যাস চুরি করে সিদ্ধিরগঞ্জের ঘনবসতি বিভিন্ন আবাসিক এলাকায় চলছে এসব চুন কারখানা। পাথর পুড়িয়ে চুনা তৈরি করতে এসব কারখানায় সারাক্ষণ দাউ দাউ করে জ্বলে আগুন। ফলে কালো ধোয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ। ইতিমধ্যে এসব চুন কারখানাগুলোকে অবৈধ গ্যাস সংযোগের দায়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে চুন কারখানার মালিকরা প্রভাবশালী হওয়ার আবারো তারা কারখানায় গ্যাস সংযোগ দিতে বিভিন্ন দফতরে দৌড়ঝাঁপ শুরু করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার ইসলামের সিআইখোলা এলাকায় জাজিরা লাইমস, হীরাঝিল আবাসিক এলাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের মদিনা লাইমস, চাঁন মিয়ার রনি লাইমস, জালাল মিয়ার সুরমা লাইমস, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে বাবুল মিয়ার ফয়সাল লাইমস, মিজমিজি সিআই খোলা এলাকায় খোরশেদ মিয়ার ঢাকা লাইমস ও যমুনা লাইমস, সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় প্রয়াত আবু তালেবের ভাই ভাই লাইমস, প্রয়াত সুন্দর আলীর শরীফ লাইমস, আটি এলাকায় আরাফাত লাইমস-এর মালিক হযরত আলী, আশরাফ আলী লাইমস-এর মালিক জালাল মিয়া, মেঘনা লাইমস-এর মালিক আব্দুল হাই, হারুন লাইমস-এর মালিক সাদেক মিয়া। এছাড়াও চুনা ফাঁকি করে পরিবেশ বিপন্ন করে ব্যবসা পরিচালনা করছেন। অনুসন্ধানে জানা যায়, সরকারি নিয়ম ও পরিবেশ দূষণ রক্ষার্থে আবাসিক এলাকা থেকে এসব কারখানা সরিয়ে নিতে গত ৫ বছর আগে নোটিশ করেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর। নির্দিষ্ট সময় বেধে দিয়ে কয়েক দফা নোটিশ করলেও অদৃশ্য কারণে অদ্যাবধি পর্যন্ত এসব কারখানা সরানো হচ্ছে না। প্রায় ৯ বছর ধরে কারখানার পরিবেশ ছাড়পত্র নবায়ন করছেন না। অপরদিকে ট্টেড লাইসেন্স নবায়ন করছেন না নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ফলে কারখানাগুলো বৈধতা হারালেও সংশ্লিষ্ট দপ্তর ও বিভিন্ন মহলকে ম্যানেজ করেই কারখানাগুলো চালাচ্ছে অসাধু চুনা কারখানার মালিকরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯