আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ১০:০৭

মহানগর বিএনপিতে নয়া ষড়যন্ত্র!

ডান্ডিবার্তা | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে দুই গ্রæপের বিরোধ আরো চরম আকার ধারণ করছে। একটি গ্রæপ বিএনপির দুই গ্রæপের নেতাদের মাঝে এজেন্ট হিসেবে কাজ করছেন। একপক্ষের গোপন খবরাখবর আরেক পক্ষের নেতাদের কাছে ফাঁস করে দিচ্ছেন। কিন্তু তারা আসলে কোন পক্ষের হয়ে রাজনীতি করছেন সেটা বুঝতে পারছেন না নেতারা। এমন ভুমিকায় অবতীর্ণ হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এক আইনজীবী সদস্য। মহানগর বিএনপির কমিটি গঠনের পর বিদ্রোহ করলেও বর্তমানে তিনি গোপনে মুলধারায় ভীড়েছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহŸায়ক ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। কমিটি গঠনের পর ৪জন যুগ্ম আহŸায়ক সহ মোট ১৫ জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন। যাদের মধ্যে অন্যতম শরিফুল ইসলাম শিপলু। ওই সময় তৎকালীন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তৈমূর আলম খন্দকারের হাতে পদত্যাগপত্র জমা দেন। সেই সময় শিপলু তৈমুর আলম ও তার ছোট ভাই মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বলয়ে রাজনীতি করতেন।
কিন্তু এর কয়েকদিন পর মহানগর বিএনপির অপর যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আতাউর রহমান মুকুল, আবুল কাউসার আশার সঙ্গে রাজনীতিতে আসেন শিপলু। জাকির হোসেনের দেয়া বন্দর থানা বিএনপির বিদ্রোহী কমিটির সদস্য সচিবও হোন শিপলু। ভেতরে ভেতরে সাখাওয়াতের সঙ্গে আতাত গড়ে তুলে শিপলু। বিদ্রোহী নেতাদের যাবতীয় প্লান পরিকল্পনা সাখাওয়াতের কাছে ফাঁস করে দিতে থাকে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় পাকনা শিপলু নামে পরিচিত এই ব্যক্তি। এভাবে তিনি দুমুখোর সাপের ভুমিকা নিয়েছেন। মহানগর বিএনপির কমিটির সদস্য পদেও আসেন আবু আল ইউসুফ খান টিপুর আশীর্বাদে। কিন্তু টিপুকে পল্টি দিয়ে তলে তলে সাখাওয়াতের সঙ্গে সখ্যতা গড়ে তুলে সে। কিন্তু দিনের বেলা মুকুল ও আশার বলয়ে। আবার কখনো খোরশেদের বলয়ে রাজনীতি করছেন দেখান। কিন্তু মুকুল ও আশা পৃথক হয়ে গেলে কখনো মুকুল আবার কখনোওবা আশার বলয়ে রাজনীতি করে একে অপরের গোপন পরিকল্পনা ফাঁস করে দেন শিপলু। এদিকে বর্তমানে মহানগর বিএনপির কমিটি ভেঙ্গে যাওয়ার আলোচনা যখন তুঙ্গে তখন মহানগর বিএনপির কমিটি ভাগিয়ে আনতে মুকুল, খোরশেদ ও আশার সকল পরিকল্পনা সাখাওয়াতের কাছে গোপনে ফাঁস করে দিচ্ছেন শিপলু। গুঞ্জন ওঠেছে মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলে সেখানে সাখাওয়াত শিপলুকে আইন বিষয়ক সম্পাদক পদে বসাবেন। সেই কারনে দিনের বেলায় কখনো মুকুল, কখনো আশা, কখনো খোরশেদের বলয়ের রাজনীতি করছেন দেখালেও রাতের আধারে সাখাওয়াতের হয়ে কাজ করছেন শিপলু।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা