আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৪৭

না’গঞ্জে ছাত্রদল নেতারা হতাশায়

ডান্ডিবার্তা | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কমিটি বিলুপ্তির চার মাস পেরিয়ে গেলেও এখনো নতুন গঠন হয়নি জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি। এর মধ্যে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়ে গেছে। সেই সঙ্গে আগামী কয়েকদিন মধ্যে জেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হবে। পাশাপাশি মহানগর স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে মহানগর কৃষকদল, জেলা কৃষকদলের আহবায়ক কমিটি এবং মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। এর ফলে বিএনপি থেকে শুরু করে অন্যান্য অঙ্গসংগঠনের কমিটির পরিবর্তন ঘটতে লাগলেও ছাত্রদলে তার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। অজ্ঞাত কারণেই ছাত্রদলের কমিটি আটকে রয়েছে। এদিকে ছাত্রদলের কমিটি বিলম্বে পদপ্রত্যাশী থেকে শুরু করে সাবেক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছে। তাদের ভাষ্য, ছাত্রদলের কমিটি নিয়ে কি কারণে কেন্দ্র সিরিয়াস না বুঝা মুশকিল। এই মুহুর্তে ছাত্রদলের কমিটি গঠন খুবই জরুরি বিষয়। কমিটি গঠনে এভাবে দেরি করলে ছাত্রদলের অবস্থা প্রতিনিয়ত খারাপের দিকে যাবে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছাত্রদলের একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুথানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও বিএনপির জন্য আগামীর নির্বাচন অনেক চ্যালেঞ্জের মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ভাষ্য, আগামীর নির্বাচন অন্যান্যবারের তুলনায় সবচেয়ে বেশি কঠিন হবে। তাই নির্বাচনে বিএনপিকে সামনের দিকে এগোতে হলে এখন থেকে বিএনপি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গসংগঠনকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে ছাত্রদল সবসময় ভ্যানগার্ড হিসেবে কাজ করে। তাই অতি শিগগিরই ছাত্রদলের কমিটি চাচ্ছেন সবাই। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মামলা, গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা যখন অনেকটাই নিষ্ক্রীয় হয়ে পড়েছিল ঠিক তখনি বিএনপিকে জিইয়ে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্র থেকে ঘোষিত অবরোধ, হরতাল কর্মসূচি নারায়ণগঞ্জ ছাত্রদল বুক চিতিয়ে পালন করেন। এর ফলে ব্যাপক প্রশংসিত হোন তখন। সেই সঙ্গে পুুরোটা সময় তারা দলের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রদল নেতাকর্মীরাও বাড়িছাড়া থাকলেও তারা বিএনপির মানসম্মান ধরে রেখেছিলেন। প্রতিটি কর্মসূচিতেই তারা কোনো না কোনোভাবেই রাজপথে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। এইসব আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে ছাত্রদলের অনেক নেতাকর্মীকেই কারাবরণের শিকার হতে হয়। পাশাপাশি বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছিল। আগামীতে নারায়ণগঞ্জ ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য সব ধরণের পরিকল্পনা হাতে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। পূর্বের ন্যায় দলীয় লেজুড়ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে শিক্ষার্থীদের কাছে কিভাবে সর্বাধিক গ্রহণযোগ্য দলে পরিণত হয় সে লক্ষ্যে নারায়ণগঞ্জ ছাত্রদলে নতুন নেতৃত্ব তৈরির কাজ চলছে। তারই ধারাবাহিকতায় অংশ হিসেবে গত ১৭ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রদল থেকে তিনজনকে দায়িত্ব প্রদান করা হয়। তারা হলেন, ছাত্রদলের সহ-সভাপতি সজীব মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ ও সাইফুল আলম বাদশা। তারা যাচাই বাছাইয়ের মাধ্যমে ছাত্রদলকে নেতৃত্ব দেওয়ার মতোন যোগ্যতা রাখে এমন একটি তালিকা কেন্দ্রে জমা দিবেন। পরবর্তীতে কেন্দ্র ছাত্রদলের কমিটি ঘোষণা করবে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেন। পাশাপাশি অধীনস্থ সকল উপজেলা-থানা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ ছাত্রদলের একাধিক নেতাকর্মী সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদল থেকে যে তিনজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জে অবস্থান করে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ পদপ্রত্যাশীদের বিষয়ে খবর নিচ্ছেন। পাশাপাশি কারো বিরুদ্ধে নিজ এলাকায় কোনো নেতিবাচক মনোভাব রয়েছে কিনা এরও খোঁজ নেওয়া হচ্ছে। এরই মধ্যে ওই তিন নেতা মহানগর ও জেলা ছাত্রদল থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করছেন। বৈঠকে আগামীতে ছাত্রদলকে কিভাবে পরিচালনা করা যেতে পারে সে বিষয়ে সবার কাছে বিভিন্ন মতামত নেওয়া হচ্ছে। অন্যান্য সময় কমিটি বিলুপ্ত হলে কেন্দ্র থেকে সরাসরি পরবর্তী কমিটি ঘোষণা দেওয়া হলেও এবার ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এবার কেন্দ্র থেকে মনোনীত তিনজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে কাদের গ্রহণযোগ্য, জনপ্রিয়তা এবং নেতৃত্ব দেওয়ায় গুণাবলি রয়েছে। অর্থাৎ একাধিক ধাপ অতিক্রম করে ছাত্রদলের নতুন কমিটির ঘোষণা দেওয়া হবে। এর ফলে অন্যান্যবারের তুলনায় এবারের ছাত্রদলের কমিটিতে সেরা নেতারা নেতৃত্বে আসবেন তা বলাই যায়। খোঁজ নিয়ে জানা যায়, কয়েকটি বিষয় চিন্তা করে ছাত্রদল নিয়ে আগাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমত, ছাত্রদলের রাজনীতির ধরণের মধ্যে পুরোদমে পরিবর্তন আনা হচ্ছে। ছাত্রলীগের মতোন ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কিছুসংখ্যক মানুষের একই দৃষ্টিভঙ্গি কাজ করে। তা দূর করতে যা যা প্রয়োজন তা সব করা হবে। দ্বিতীয়ত, গত ৫ই আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। যে আন্দোলনে তরুণ প্রজন্মের ভূমিকা বেশি ছিল। এর ফলে বর্তমানে দেশের রাজনীতিতে তরুণদের গ্রহণযোগ্যতা বেড়েছে। তাই সেই চিন্তা মাথায় রেখে ছাত্রদল থেকে আগামীতে কিভাবে ভালো নেতা বের করা যায় ওই প্রক্রিয়াই চালু করা হবে। তৃতীয়ত, বিএনপির যেকোনো আন্দোলন সংগ্রামে ছাত্রদলের অগ্রণী ভূমিকা থাকে। তাই আগামী নির্বাচনে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই লক্ষ্যে তাদের এখন থেকেই সেভাবেই তৈরি করা হবে। চতুর্থত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্বে যারা থাকবেন তারা যেনো সর্বদা সাধারণ ছাত্রদলের কল্যানে সবসময় নিয়োজিত থাকে তা নিশ্চিত করা হবে। এর আগে ২০২৩ সালের ২৬ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি এবং জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটির অনুমোদন দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই দিন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটিতে সভাপতি করা হয়েছিল রাকিবুর রহমান সাগরকে ও সাধারণ সম্পাদক করা হয়েছিল রাহিদ ইসতিয়াক সিকদারকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা