আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ১০:০৯

না’গঞ্জে সড়ক দখলের রাজনীতিতে বিএনপি জামায়াত!

ডান্ডিবার্তা | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ফের মূল শহরে সড়কের উপর সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার শহরের মেট্রোহল মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে একই স্থানে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভা চলাকালীন সময়ে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ পথচারী ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়েেিছ। অন্যদিকে ২১ ফেব্রæয়ারি চাষাঢ়া বালুরমাঠে নূর মসজিদের পাশের সড়কটি বন্ধ করে সভা করে জামায়াতে ইসলামীও। এর ফলে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছিল। সাধারণ জনগণ বলছে রাজনৈতিক দলগুলো জনগণের কথা বলে। জনগণের ভাগ্য উন্নয়নের কথা বলে। অথচ তাদের কর্মকাÐে জনগণের যে ভোগান্তি পোহাতে হচ্ছে সেটা তারা আমলে নেয় না। জনকল্যাণের কথা শোনাতে এসে তারা সাধারণ জনগণকেই কষ্ট দিচ্ছে। নারায়ণগঞ্জ শহরে সড়ক আটকে দিয়ে সমাবেশ নতুন নয়। আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান প্রায়ই শহরের বিভিন্ন স্থানে সড়কের ওপর জনসভা করতেন। সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকেও রাস্তা আটকে সমাবেশ করতে দেখা গেছে একাধিকবার। এদিকে পাঁচ আগষ্ট শেখ হাসিনার পতনের পর এই ধারা অব্যাহত রেখেছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। গত ২১ জানুয়ারি শহরের ডন চেম্বার এলাকায় সড়ক আটকে দিয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ফলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল সড়কটি। এর ফলে হাসপাতালগামী ও সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। সড়ক আটকে দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। পরবর্তীতে ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে এক বিজ্ঞপ্তিতে দেশের কোথাও যেন সড়ক আটকে বা জনগণের চলাচল ব্যাহত হয় এমন জায়গায় কর্মীসভা বা জনসভা না করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। গত ১৭ ফেব্রæয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে আজ নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী। মিছিল পূর্ব সমাবেশটি অনুষ্ঠিত হয় শহরের খানপুর হাসপাতাল রোডে। এসময় ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ বানিয়ে বক্তব্য রাখেন জামায়াত নেতারা। নেতাকর্মীদের সমাগমের ফলে পুরো এলাকায় যানচলাচল স্থবির হয়ে পড়ে। এর ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয়। এছাড়াও মাইকের আওয়াজে হাসপাতালের রোগীদেরও ভোগান্তি পোহাতে হয়। সর্বশেষ আজ শহরের মেট্রোহল মোড়ে সমাবেশ ডেকেছে বিএনপি। সমাবেশকে ঘিরে লক্ষাধিক লোকের সমাগম ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে সেদিন পুরো নারায়ণগঞ্জ শহর স্থবির হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জনসাধারণের দাবি, এসব সড়ক এড়িয়ে মাঠ ব্যবহার করলে সাধারণ মানুষ ভোগান্তি থেকে মুক্তি পেতে পারে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা