
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ফের মূল শহরে সড়কের উপর সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার শহরের মেট্রোহল মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে একই স্থানে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভা চলাকালীন সময়ে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ পথচারী ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়েেিছ। অন্যদিকে ২১ ফেব্রæয়ারি চাষাঢ়া বালুরমাঠে নূর মসজিদের পাশের সড়কটি বন্ধ করে সভা করে জামায়াতে ইসলামীও। এর ফলে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছিল। সাধারণ জনগণ বলছে রাজনৈতিক দলগুলো জনগণের কথা বলে। জনগণের ভাগ্য উন্নয়নের কথা বলে। অথচ তাদের কর্মকাÐে জনগণের যে ভোগান্তি পোহাতে হচ্ছে সেটা তারা আমলে নেয় না। জনকল্যাণের কথা শোনাতে এসে তারা সাধারণ জনগণকেই কষ্ট দিচ্ছে। নারায়ণগঞ্জ শহরে সড়ক আটকে দিয়ে সমাবেশ নতুন নয়। আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান প্রায়ই শহরের বিভিন্ন স্থানে সড়কের ওপর জনসভা করতেন। সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকেও রাস্তা আটকে সমাবেশ করতে দেখা গেছে একাধিকবার। এদিকে পাঁচ আগষ্ট শেখ হাসিনার পতনের পর এই ধারা অব্যাহত রেখেছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। গত ২১ জানুয়ারি শহরের ডন চেম্বার এলাকায় সড়ক আটকে দিয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ফলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল সড়কটি। এর ফলে হাসপাতালগামী ও সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। সড়ক আটকে দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। পরবর্তীতে ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে এক বিজ্ঞপ্তিতে দেশের কোথাও যেন সড়ক আটকে বা জনগণের চলাচল ব্যাহত হয় এমন জায়গায় কর্মীসভা বা জনসভা না করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। গত ১৭ ফেব্রæয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে আজ নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী। মিছিল পূর্ব সমাবেশটি অনুষ্ঠিত হয় শহরের খানপুর হাসপাতাল রোডে। এসময় ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ বানিয়ে বক্তব্য রাখেন জামায়াত নেতারা। নেতাকর্মীদের সমাগমের ফলে পুরো এলাকায় যানচলাচল স্থবির হয়ে পড়ে। এর ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয়। এছাড়াও মাইকের আওয়াজে হাসপাতালের রোগীদেরও ভোগান্তি পোহাতে হয়। সর্বশেষ আজ শহরের মেট্রোহল মোড়ে সমাবেশ ডেকেছে বিএনপি। সমাবেশকে ঘিরে লক্ষাধিক লোকের সমাগম ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে সেদিন পুরো নারায়ণগঞ্জ শহর স্থবির হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জনসাধারণের দাবি, এসব সড়ক এড়িয়ে মাঠ ব্যবহার করলে সাধারণ মানুষ ভোগান্তি থেকে মুক্তি পেতে পারে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯