আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৪৩

ওসমান পরিবারের কাছে মানুষ জিম্মি ছিল

ডান্ডিবার্তা | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ গত ১৬ বছর গডফাদারের বিরুদ্ধে আন্দোলন করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। শামীম ওসমান ও সেলিম ওসমানের কাছে নারায়ণগঞ্জের মানুষ জিম্মি ছিলো। গতকাল মঙ্গলবার বিকালে শহরের মিশনপাড়া এলাকায় নবাব সলিমুল্লাহ সড়কের উপর অস্থায়ী মঞ্চে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রæত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদ মোকাবিলার দাবিতে দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিুট, কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সোনারগাঁ বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, রেজাউল করিম, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহŸায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আজ যে অন্তর্র্বতীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কাছে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশাÍএকটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, যা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। নারায়ণগঞ্জ তথা সারাদেশের মানুষ এ ষড়যন্ত্র প্রতিরোধ করবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ ঐক্যবদ্ধ। গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াই আমরা চালিয়ে যাবো এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো।”

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা