আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৫১

বাজার সিন্ডিকেট ভাঙতে মনিটরিং সেল চালু হচ্ছে

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নারায়ণগঞ্জ চেম্বারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। সভায় চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেন, “রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। অথচ এ বছর সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক কমিয়েছে এবং ৩৯ শতাংশ বেশি পণ্য আমদানি করা হয়েছে। ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার কথা।” তিনি আরও বলেন, “আমরা আশা করি, ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম সহনীয় রাখবেন, যেন সাধারণ মানুষ কেনাকাটা করতে পারে।” সাধারণ মানুষকে সহায়তা করতে একটি মনিটরিং সেল ও হটলাইন চালু করার ঘোষণা দেন চেম্বার সভাপতি। তিনি বলেন, “কোনো ব্যবসায়ী যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়, তাহলে হটলাইনে জানালে আমরা ব্যবস্থা নেব। সিন্ডিকেট ব্যবসায়ীদের রুখতে সকলে একসঙ্গে কাজ করবো।” সভায় যানজট, হকার সমস্যা, ছিনতাই প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরও কার্যকর করে রমজানে নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহসভাপতি আবু জাফর, পরিচালক মো. সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, হানিফ মিয়া, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ শংকর কুমার সাহা, হাজী নুরুদ্দিন, শফিকুর রহমান লিটন প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা