আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৪৩

ফতুল্লায় শিশু হত্যা ঝোপ থেকে লাশ উদ্ধার

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় নিখোঁজের একদিন পর ইটভাটার ঝোপ থেকে মোঃ বাইজিদ আকন নামের ৯ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোঃ বাইজিদ আকন ফতুল্লা রেলস্টেশন এলাকার শাহানাজের বাড়ীর ভাড়াটিয়া সাইফুল আকনের পুত্র। এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের সাথে জড়িত ফেরদৌস আলী (২৯)কে করিমগঞ্জ থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফেরদৌস আলী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খাকশ্রী থানার মোঃ মানিক মিয়ার পুত্র। গত মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর শৈলকুইড়াস্থ সাহাবুদ্দিন হাজীর ইট ভাটার ঝোপের ভিতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে রাত সাতটার দিকে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় করিমগঞ্জ থেকে ঘাতক ফেরদৌসকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিমতে লাশটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, নিহত শিশু ও ঘাতক একই ভাড়া বাড়ীতে পাশাপাশি বসবাস করতো। গত সোমবার সন্ধ্যায় চটপটি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে ফেরদৌস রেলস্টেশনস্থ বাসা থেকে বের হয়। পরে রাত বারোটার দিকে নিহত শিশুর বাবাকে ঘাতক ফেরদৌস ফোন করে জানায় যে ছেলেকে জীবিত পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে অন্যথায় হত্যা করা হবে। তারা টাকা দিতে চাইলেও পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গত মঙ্গলবার সকালে নিহতের বাবা বাদী হয়ে একটি নিখোঁজ জিডি করে। নিখোঁজ জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাতটার দিকে করিমগঞ্জ থানা পুলিশের সহায়তায় ঘাতক ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দাপাইদ্রাকপুরস্থ ইটভাটার ঝোপ থেকে নিহত শিশুর লাশটি উদ্ধার করা হয়। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এদিকে অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সা‌র্কেল ক) হাসিনুজ্জামান সংবাদ সম্মলন করে বলেন, গত সোমবার সন্ধ্যা অনুমানিক ৬ টায় শিশু বাইজিদ আকন (৯) ফতুল্লা রেল ষ্টেশন শাহানাজের ভাড়া দেয়া বাসার সামনে থেকে নিখোঁজ হয়। এসময় বাইজিদের বাবা ও এ মামলার বাদী তার ছেলেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে ফতুল্লা থানায় জানায়। এরপর অজ্ঞাত নামা একজন আসামী ফোন করে বাইজিদের বাবার কাছে ছেলেকে জীবিত ফিরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। পুলিশ তাৎক্ষনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে আসামী মোঃ ফেরদৌস আলীকে গত মঙ্গলবার বিকালে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। আসামী মোঃ ফেরদৌস আলীর সাথে বাইজিদের পরিবারের ভালো সম্পর্ক ছিলো। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মাদক আসক্ত ছিলো এবং টাকার জন্য দীর্ঘদিন ধরে বাইজিদকে অপহরণের পরিকল্পনা করছিলো। বাইজিদকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় শিশুকে নিয়ন্ত্রণ করতে না পারায় ক্ষিপ্ত হয়ে ফতুল্লার দাপা শৈলকুড়া এলাকার জনৈক সাহাবুদ্দিন এর পরিত্যক্ত ইট ভাটায় নিয়ে যায়। ইট ভাটার দক্ষিন পাশে নিয়ে মশারী দিয়ে মুখ পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যার রহস্য গোপন করার জন্য বাইজিদের লাশ গর্তের মধ্যে কচুরী পানা ও ময়লা দিয়া ঢেকে আাসমী তার নিজ গ্রামের বাড়ী করিমগঞ্জ পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ফোন দিয়ে বাইজিদের বাবার কাছে মুক্তিপন দাবি করে। আসামীর দেয়া তথ্যমতে একইদিন রাত্র ১০ টা ১৫ মিনিটে শিশু বাইজিদের লাশ ফতুল্লার সেই পরিত্যক্ত ইট ভাটার দক্ষিন পাশে গর্তের মধ্যে থেকে উদ্ধার করেছি। আসামী ভুক্তভোগী পরিবারের পূর্ব পরিচিত হওয়ায় তারা নিজেরাও হতবাক। আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা