আজ মঙ্গলবার | ২০ মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২১ জিলকদ ১৪৪৬ | সকাল ৮:৪৩
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-শামীম-আইভী সহ ২১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা    ♦     ডিজিটাল জরিপে ভ’মি জটিলতা কমে আসবে : মহাপরিচালক    ♦     পলাশ বাহিনী বহাল তবিয়তে    ♦     উদ্বোধনের ৩ বছরেই শীতলক্ষা তৃতীয় সেতুর সংযোগ সড়কে ধ্বস    ♦     শহরে পার্কিং বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦     রুপায়ন টাউনের আওয়ামী ক্যাডার নাজিমুদ্দিনের বাহাদুরি    ♦     সবাইকে নিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান    ♦     মামলা বানিজ্যকারীদের পরিনতি স্বৈরাচার হাসিনার মতো হবে    ♦     শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কার আতঙ্কে ১৫ যাত্রীর নদীতে ঝাপ    ♦     কাঠগড়ায় নুসরাত ফারিয়ার ৩০ মিনিট    ♦    

শহরের ১৭নং ওয়ার্ডের বেপারী গলিতে রমরমা মাদক ব্যবসা

ডান্ডিবার্তা | ০৪ মার্চ, ২০২৫ | ১:৪৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের ১৭নং ওয়াডের পাইকপাড়া অবস্থিত বেপারীগলিতে মাদক ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রক্ষকদের ম্যানেজ করে রমরমা মাদক ব্যবসা চালাচ্ছে। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে মাদক ব্যবসায়ীদের রমরমা ব্যবসা। সন্ধ্যার পর থেকেই শুরু হয় মাদক ব্যবসা। আর গভীর রাতে বিভিন্ন জায়গা থেকে মাদক সেবীরা ভিড় জমায় এই গলিতে। আর প্রকাশ্যে ঘুরে ঘুরে মাদকদ্রব্য বিক্রি করতে দেখা গেছে। ১৭নং ওয়ার্ডের এলাকাটি নারায়ণগঞ্জ সদর থানার সন্নিকটে হলেও অদৃশ্য কারণে প্রশাসনের নজরের বাহিরে রয়েছে। এলাকাটিতে মাদক ব্যবসায়ীদের সয়লাব আর সেই সঙ্গে বাড়ছে চুরি-ছিনতাই, রয়েছে কিশোর গ্যাংয়ের সংখ্যা, প্রায় সময়েই চলে কিশোর গ্যাংয়ের দেশীয় অস্ত্রের মহড়া। ১৭নং ওয়ার্ডের বেপারীগলিতে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, মাদক ব্যবসায়ী ফিরোজ ও কালুর তত্ত¡াবধানে চলছে মাদকের রমরমা মাদক ব্যবসা। এই মাদক বিক্রেতা ও মাদক সেবীদের কারণে আমরা ভয়ে রাতে বের হতে পারিনা। রাতে আমাদের বাসা থেকে বের হওয়া যেন দিনে দিনে দুষ্কর হয়ে পড়ছে। তারা এখন আবার নতুন করে মাদক ব্যবসাকে আরও গতিশীল করার জন্য এখন সরকারি রাস্থায় গেট লাগানোর পায়তারা করছে। আর এলাকার অনেকেরই সাথে কথা বলতে গেলে সবাই ভয়ে এড়িয়ে যায়। তাদের এড়িয়ে যাওয়াতে স্পষ্ট বুঝা যায় এই মাদক ব্যবসায়ীদে পিছনে অনেক বড় শক্তি কাজ করছে। এদিকে এলাকাবাসী জানায়, মাদক ব্যবসা নির্বিঘেœ করার জন্য সরকারী রাস্তায় গেট বসানোর পায়তারা করছে।গলির মানুষের নিরাপত্তার কথা সামনে এনে মাদক ব্যবসা নির্বিঘেœ করার জন্যই সরকারী রাস্তায় গেট বসানোর চেষ্টা চালাচ্ছে। অথচ বিগত সময়গুলোতে এখানে কোন গেট ছিল না। তখন তো গলির মানুষের কথা চিন্তা করে নাই। হঠাৎ এতদিন পর কেন তারা গেট লাগাতে চাচ্ছে। যদি গেট লাগানো খুব বেশি প্রয়োজন মনে করে তাইলে সবাই সবার বাড়ির মধ্যে গেট লাগাতে পারত। কিন্তু জনগনের চলাচলের রাস্তায় গেট লাগিয়ে মানুষকে দুর্ভোগে ফেলতে চাইতাসে কিছু মানুষ। মুলত মাদকের জমজমাট ব্যবসা কোনপ্রকার ঝামেলা ছাড়া করার জন্যই এই গেট দেয়ার পায়তারা করসে একটি চক্র। এই বিষয়ে নারায়ণগঞ্জ প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এলকাবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা