আজ মঙ্গলবার | ২০ মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২১ জিলকদ ১৪৪৬ | রাত ১:১৭

সোনারগাঁয়ে ৩ জনকে কুপিয়ে জখম

ডান্ডিবার্তা | ০৪ মার্চ, ২০২৫ | ২:০০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে ব্রাক্ষণবাওগাঁ এলাকায় পুর্ব শক্রতার জের ধরে ও জমির সিমানা নিধারন কে কেন্দ্র করে মৃত আলী আকবর এর পুত্র, দৌলত মিয়া, সাদ্দাম মিয়া, ও আওলাদ মিয়াসহ ৩ জনকে মারাত্মক ভাবে কুপিয়ে আহত করেন দুর্বৃওরা। গতকাল সোমবার দুপুরে জামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে ব্রাক্ষণবাওগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দৌলত মিয়া বলেন, জামপুর ইউনিয়নে ব্রাক্ষণবাওগাঁ এলাকায় আমাদের একটি জায়গার সিমানা নিধরান কে কেন্দ্র করে অনেক দিন যাবত বিরোধ চলে আসছিল তারই জের ধরে গতকাল সোমবার দুপুরে ছোট ভাই সাদ্দাম অটো গাড়ি চালিয়ে আসার সময় বাড়ির সামনে আসলে মুক্তার হোসেন, শহিদুল্লা, মামুন, সোহেল, মুক্তার জাকিরসহ ১০ থেকে ১৫ জনের একটি দল সংঘবদ্ধভাবে গালমন্দ করে গতিরোধ করে এলোপাতাড়ি মারধর শুরু করে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেন। এ সময় দৌলত মিয়া এগিয়ে আসলে তাকে এলোপাতাড়ি চাপাটি দিয়ে মাথায় কোপ দিয়ে মারাত্মক ভাবে আহত করেন ও ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আজিজ এর স্ত্রী জুমা আক্তার এর উপরে ও মারধর করেন। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে সোনারগাঁ থানায় দৌলত মিয়া বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। দৌলত মিয়া আরো বলেন, আমরা এখন নিরাপত্তা হীনতায় ভুগছি বিবাদীরা সব সময় হুমকি দামকি দিয়ে আসছে তাই প্রসাশনের নিকট হস্তক্ষেপ কামনা করি যেন অতিদ্রæত বিবাদীদের আইনের আওতায় এনে শাস্তি মুলক ব্যবস্থা কারা হোক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা