আজ সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২০ জিলকদ ১৪৪৬ | রাত ১০:১২

গিয়াসের বক্তব্যে বিএনপিতে তোলপাড়

ডান্ডিবার্তা | ০৪ মার্চ, ২০২৫ | ২:১৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনের এক বক্তব্যের জেরে নড়েচড়ে বসেছে বিএনপির হাইকমান্ড। বিএনপিকে নিয়ে তার সাহসী বক্তব্যের পর থেকেই জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটি পক্ষ গিয়াসের পক্ষে থাকলেও আরেকটি পক্ষ গিয়াসের বিপক্ষে। সবকিছু ছাপিয়ে সবার নজর এখন কেন্দ্রের দিকে। কেননা গিয়াসের এই বক্তব্য নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার কারণে দলের সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিষয়টি নিয়ে অবগত রয়েছেন। তবে এ নিয়ে দলটির হাইকমান্ড কি সিদ্ধান্ত নেন তাই এখন দেখার বিষয়। এদিকে গত দুদিন ধরেই বিএনপির একাংশের নেতাকর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচিতে গিয়াসের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে তাকে ক্ষমা চাওয়ার জন্য বলে আসছেন। আরেকটি পক্ষ গিয়াসের সাহসিকতার প্রশংসা করছেন। তবে মূল সিদ্ধান্ত আসবে কেন্দ্র থেকে। কেন্দ্র কি গিয়াসের এই বক্তব্য অনুধাবন করে দলের মধ্যে সংস্কার আনবেন নাকি দলের বিরুদ্ধে বক্তব্যের জেরে শাস্তি প্রদান করেন তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। এর আগে ৫ই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। পরিপ্রেক্ষিতে অসংখ্য নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এতে করে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতা থেকে দূরে থাকা বিএনপিকে আগামী নির্বাচনে ভালো কিছু করে দেখাতে হলে দলের মধ্যে গণতন্ত্র আনতে হবে। করতে হবে সংস্কার। আর তা করতে হলে গঠনমূলক সমালোচনার বিকল্প নেই। যা অধিকাংশ নেতা না পারলেও গিয়াস উদ্দিন দায়িত্বশীল জায়গা থেকে ঠিকই করে দেখিয়েছেন। তার আগে গত ২৬ ফেব্রæয়ারি চাঁদপুর মোহনায় পর্যটন কেন্দ্রে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এক বনভোজন অনুষ্ঠানে গিয়াস বলেন, “বিএনপির গঠনতন্ত্র বলে, গঠনতান্ত্রিক নিয়মে এই দল গঠন এবং পরিচালিত হবে। কিন্তু আমাদের এই দল এভাবে কি চলে? যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই দল চলতো তাহলে যেসব নেতাকর্মীরা হতাশা, দু:খ-বেদনা নিয়ে বক্তব্য দিলেন, তাদের এই দু:খ-দুর্দশা থাকতো না। নিজের দলের মধ্যে গণতন্ত্র নাই। আবার রাষ্ট্রের কাছে গণতন্ত্র চাই। এটা তো হতে পারে না। গঠনতন্ত্র তৈরি হয়েছে দল পরিচালনা করার জন্য। সেখানে লিখা হয়েছে, সর্বস্তরের কমিটি নির্বাচিত হতে হবে কাউন্সিলর ভোটের মাধ্যমে। এই অধিকার আমাদের না দিয়ে অ্যাপয়েন্টেড নেতাকর্মী বানানো হয়। কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয় যেনো চাকরি করি আমরা, গোলামি করি আমরা। অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ওই বাড়িতে ফুলের মালা, ফুলের তোড়া নিয়ে মানুষের ভিড় জমে যায়। সেই নেতা হোক সংগ্রামী, হোক সে অসৎ কিন্তু সে তো অ্যাপয়েন্টেড হয়েছে। একটা পদ পেয়েছে। তার কাছে আবার যে ফুল নিয়ে যায় সে মনে করে তার কাছে গেলে সে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে। আজ দেশে গণতন্ত্র দিয়ে নির্বাচন হোক। এই নির্বাচনের মধ্যে কোটি কোটি টাকায় মনোনয়ন বিক্রি করা হয়। এই দেশ আমরা এই কারণেই স্বাধীন করেছি? ভালো মানুষের অভাব নাই বিএনপিতে। ভালো মানুষের অভাব নাই অন্য কোনো দলেও। কিন্তু ভালো মানুষগুলোর টাকা না থাকলে সমস্যা। সে নমিনেশন পাবে না। কারণ টাকার গাট্টি দিয়ে দিতে হবে। এমন রাজনীতি যদি দেশে থাকে তাহলে বাংলাদেশের আকাশে কখনো সূর্য উদয় হবে না। সেজন্য আমি খোলাখুলিভাবে আমি আপনাদের কথাগুলো বলছি। আমি গিয়াস উদ্দিন। আমি মুক্তিযুদ্ধের কমান্ডার। বিএনপি আমাকে বহিষ্কার করে দিতে পারে। কিন্তু আমি তা কেয়ার করি না। কারণ আমি যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। কারো কাছে বন্ধক থাকার মানুষ না, কারো কাছে মাথা নত করার মানুষ না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা