আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | বিকাল ৩:০১

মাগুরায় ধর্ষিতা শিশুর মৃত্যুতে দায়িদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল

ডান্ডিবার্তা | ১৪ মার্চ, ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ’ ব্যানারে শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল বের করেন তারা। মিছিলপূর্বক সংক্ষিপ্ত সভায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘আজকে দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পর আমরা দেখলাম ৭ দিনের মধ্যে বিচার শুরু হবার কথা বলেছে আমাদের আইন উপদেষ্টা। আছিয়ার মৃত্যুর পর সরকারের টনক নড়ায় আমরা উপহাসের সাথে তাদের এই বক্তব্যকে সমর্থন করছি। শুধু আছিয়া একা নয়, এখন পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে তাঁর প্রত্যেকটির বিচার নিশ্চিত করতে হবে।ধর্ষণের ঘটণায় প্রয়োজনে দ্রæত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু করতে হবে। কোন অবস্থাতেই যেন ধর্ষকদের ছাড় দেয়া না হয়। পরে শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে বিবি রোড ধরে কাফন মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে,’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি ¯েøাগান দিতে থাকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা