আজ রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৬ জিলকদ ১৪৪৬ | দুপুর ২:০০

ওসমান পরিবারের সম্পদ রক্ষায় বিএনপির কতিপয় নেতার মিশন

ডান্ডিবার্তা | ১০ এপ্রিল, ২০২৫ | ১২:০৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ওসমান পরিবারের সম্পদ রক্ষার মিশনে যারা রয়েছেন তাদের নাম প্রকাশ করে কঠিন বক্তব্য দিয়ে তানভীর মুহাম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন, “আমরা দেখেছি, ত্বকী হত্যার ঘাতক শামীম ওসমান ও তার পরিবার এই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এটির দায় সরকারের এবং সরকারের বিভিন্ন বাহিনীর। তারা এই দায় থেকে মুক্ত হতে পারে না, কারণ যদি সরকার, প্রশাসন ও সংস্থার সহযোগিতা না থাকতো, তবে এমনটি সম্ভব হতো না।” গত মঙ্গলবার সন্ধ্যায় তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪৫ মাস পূর্তিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, “আমরা আগামী তিন মাসের মধ্যে ত্বকী হত্যার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে, নির্দেশদাতা শামীম ওসমানসহ, যুক্ত করে একটি নির্ভুল অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা আশা করছি, আগামী তিন মাসের মধ্যে এই অভিযোগপত্র আদালতে জমা হবে এবং বিচারকার্য শুরু হবে।” রফিউর রাব্বি বলেন, “শেখ হাসিনা দেশে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিলেন, বিচার বিভাগকে ধ্বংস করেছিলেন, তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনার সহযোগিতাতেই নারায়ণগঞ্জে ওসমান পরিবার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং সেই মাফিয়াতন্ত্র এখনো বহাল রয়েছে, যা বর্তমানে বিএনপির লোকজন নিয়ন্ত্রণ করছে। শামীম ওসমান বাহিনীর অনেক সদস্য এখনো নিরাপত্তা পাচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা দেখেছি, শামীম ওসমানের মামা শ্বশুর জালালউদ্দিন, যুবলীগের ফাইজুল এবং এড. মাসুদ তারা সিন্ডিকেট করে কিভাবে মানুষের জায়গা দখল করেছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তারা নিরাপদে রয়েছে।” “এছাড়া, নীট কনসার্নের জয়নাল, জাহাঙ্গীরসহ যারা ওসমান পরিবারের ছত্রছায়ায় নারায়ণগঞ্জে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল, তারাও এখন নিরাপদে রয়েছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।” তিনি বলেন, “ওসমান পরিবারের সম্পত্তি রক্ষার দায়িত্ব নিয়েছে ফকির গ্রæপ।” রফিউর রাব্বি সরকারের প্রতি আহŸান জানিয়ে বলেন, “আমরা আশা করি, সরকার এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ওসমান পরিবারের লুটপাটের নানা বিষয় জাতীয় দৈনিকে প্রকাশিত হচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে আমরা আশা করি।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা