আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | বিকাল ৪:২৭

বন্দরে আগুনে ক্ষতিগ্রস্থ দোকানীদের মাকসুদ হোসেনের পক্ষ থেকে সহায়তা

ডান্ডিবার্তা | ১২ এপ্রিল, ২০২৫ | ৯:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত বুধবার বন্দর উপজেলার কলাগাছিয়া সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ক্ষুদ্র মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বিষয়টি জানতে পেরে ক্ষতিগ্রস্থ ও অসহায় ৫টি দোকান মালিককে আর্থিক সহায়তা দিয়েছেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর ও বন্দর আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। এদিকে গতকাল শুক্রবার বাদ আসর অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানসমূহ পরিদর্শণ করে ক্ষতিগ্রস্থদেরকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্থদের হাতে হস্তান্তর করেছেন আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। এসময় আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থরা সন্তোষ প্রকাশ করেছেন এবং মাকসুদ চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির জন্য দোয়া করেছেন। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গরা, উক্ত মার্কেট কমিটি, মার্কেটের ব্যবসায়ী সহ সর্বসাধারণ উপস্থিত থেকে মাকসুদ চেয়ারম্যান ও তার পরিবারের জনকল্যাণমুখী ও সেবামূলক কার্যক্রমের ব্যাপক প্রশংসা করেছেন। উল্লেখ্য, গত বুধবার দুপুর ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ক্ষুদ্র মার্কেটে একটি চায়ের দোকানে অগ্নিকাÐ সংঘটিত হয়ে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রুবেল মিয়ার ১টি চায়ের দোকান, নাসির মিয়ার ১টি কনফেকশনারি দোকান, মিন্টু মিয়ার ঔষধের দোকান ও নগদ ৯ লাখ টাকা, আলতাফ মিয়ার ১টি পান সিগারেটের দোকান ও ক্যাশে রাখা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং দিগন্ত দাসের ১টি সেলুন দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা