আজ বুধবার | ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ১৫ জিলকদ ১৪৪৬ | রাত ১:০২

আসলেই ওবায়দুল কাদের ভারতে?

ডান্ডিবার্তা | ১২ এপ্রিল, ২০২৫ | ৯:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ক্ষমতা হারানোর পর দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে দেখা মিলল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। গতকাল শুক্রবার ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাঁকে দেখা গেছে বলে দাবি করেছেন এক বাংলাদেশি নাগরিক। ডিজিটাল সংবাদমাধ্যম ‘সকাল সন্ধ্যা’র সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ একটি ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, তাঁর এক বন্ধু চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন। সে সময় ওই ব্যক্তি অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট ডা. শ্যামাশীষ ব্যানার্জীর জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘক্ষণ পর যখন চিকিৎসকের কক্ষের দরজা খুলে, তখন সেখান থেকে আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা একজন ভদ্রলোক বের হন। মুহূর্তেই তিনি বুঝতে পারেন, লোকটি আর কেউ নন— ওবায়দুল কাদের। ফেসবুক পোস্টে গাজী নাসির লেখেন, “ভদ্রলোককে দেখে সঙ্গে সঙ্গেই আমার বন্ধু বলে উঠলো— ‘ওবায়দুল কাদের না?’ এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি মুখে মাস্ক পরে দ্রæত সেখান থেকে বের হয়ে যান।” তিনি আরও লেখেন, “বন্ধু বলছে, ‘স্যার একদম ফ্রেশ লাগছিলেন। চিন্তা করতে করতে হনহন করে বেরিয়ে গেলেন।’ দেখে বোঝা যাচ্ছিল, উনি শারীরিকভাবে সুস্থ আছেন।” ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে ওবায়দুল কাদের কোথায় আছেন— তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা হয়। অন্য নেতাদের অবস্থান নিয়ে বিভিন্ন তথ্য এলেও কাদেরের বিষয়ে নিশ্চিত কিছু জানা যাচ্ছিল না। গত বছরের শেষ দিকে কেউ কেউ দাবি করেন, তিনি ভারতে পালিয়ে গেছেন। এমনকি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, তিনি শুরুর তিন মাস বাংলাদেশেই ছিলেন। এরপর গত ৮ নভেম্বর শিলং হয়ে কলকাতায় পৌঁছান। ওবায়দুল কাদেরের সা¤প্রতিক এই উপস্থিতি তাঁর স্বাস্থ্য ও অবস্থান নিয়ে চলা নানা গুঞ্জনের অবসান ঘটিয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা