আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | দুপুর ১:৫৫

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ডান্ডিবার্তা | ১৬ এপ্রিল, ২০২৫ | ১১:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানী নগর এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। এতে মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এএসটি গার্মেন্টস লিমিটেড নামক পোশাক কারখানার প্রায় ২০০ শ্রমিক তাদের বকেয়া বেতন আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, মালিকপক্ষ কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ১৫ দিনের জন্য কারখানা বন্ধ করে দিয়েছেন এবং রাতের আঁধারে কারখানার মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছেন। এক নারী শ্রমিক বলেন, “আমরা সকালে বেতন পাওয়ার আশায় কারখানায় এসে দেখি তালা। পরে শুনি, মালিকপক্ষ সব কিছু সরিয়ে নিয়েছে। আমরা তাই বাধ্য হয়ে সড়কে বসি।” শ্রমিকদের অভিযোগ, আন্দোলনের সময় কয়েকজন পরিবহন শ্রমিক নারী পোশাক শ্রমিকদের মারধর করেন। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে ঘটনাস্থলে উপস্থিত হয় নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন এবং পাশে অবস্থান করতে বলেন। এ বিষয়ে জানতে এএসটি গার্মেন্টসের উৎপাদন ব্যবস্থাপক মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে কারখানার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর আলম বলেন, “শ্রমিকরা জানতে পারেন, মালিকপক্ষ বেতন না দিয়ে মালামাল সরিয়ে নিয়েছেন। এ ঘটনায় তারা সড়কে অবস্থান নেন। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেই। পরে আমরা তাদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করি।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা