আজ মঙ্গলবার | ৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ১২ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৩:০৩

বন্দরে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ডান্ডিবার্তা | ০৮ জুলাই, ২০২৫ | ১১:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে বিজলী আক্তার আমেনা (১৮) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পষান্ড স্বামী। হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে থানায় গিয়ে আতœসমর্পণ করেছে স্বামী রতন চন্দ্র দাস ওরফে মো. ইমরান (৪০)। গত শনিবার রাতে বন্দর র‌্যালী আবাসিক এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কুমিল্লা লাঙ্গলকোট উপজেলার কান্দাল হাজীবাড়ি এলাকার বাহার মিয়ার মেয়ে। ঘাতক স্বামী চন্দ্র দাস ওরফে ইমরান, বন্দরের এনায়েতনগর ঋৃষিপাড়া এলাকার ভাড়াটিয়া তপন চন্দ্র দাসের ছেলে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের বোন বৃষ্টি আক্তার মরিয়ম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের বোন বৃষ্টি আক্তার জানান, তারা স্বামী-স্ত্রী বন্দর র‌্যালী আবাসিক এলাকার ২নং গলি আব্দুল মমিনের বাড়িতে দুই বছর ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিনিয়ত তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর ধারাবাহিকতায় গত শনিবার গভীর রাতে মোবাইলের এমবি শেষ করেছে। এ নিয়ে কথা দুই জনের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে স্বামী ইমরান ধারালো বটি দিয়ে মাথায়, বুকে ও পিটে কুপিয়ে রক্তাক্ত জখম করে। বোনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে বোনকে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী বলেন, হত্যাকান্ডের পর আসামি থানায় এসে আত্মসমর্পণ করেছে। নৃশংস এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা