
ডান্ডিবার্তা রিপোর্ট
গত দুইদিনের বৃষ্টিতে ফতুল্লার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে কৃত্রিম জলাবদ্ধতা। এলাকাবাসীর মতে আবারো এ ধরনের বৃষ্টি হলে অনেক এলাকা তলিয়ে যাবে। তখন ফতুল্লাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হবে। ফতুল্লার লালপুর, কাঠেরপুল, পৌষাপুকুরপাড় ইসদাইর এলাকাতে দেখা গেছে, এই এলাকায় একসময় লক্ষাধিক মানুষ বসবাস করতো। বিগত দিনে এখানে প্রচন্ড জলাবদ্ধতা দেখা দিত। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে অনেক পরিবার অন্যত্র চলে যাওয়ার এখন এলাকায় কত সংখ্যক মানুষ বসবাস করেন তা জানাতে পারেনি এলাকাবাসী। তবে কিছু মানুষ এই জলাবদ্ধতার মধ্যেও বসবাস করছেন। যাদের মধ্যে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী, অসুস্থ রোগী রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। যাতায়াতের জন্য নৌকা এবং ভ্যানগাড়ি থাকায় যুবকদের ভোগান্তি তুলনামূলক কম হলেও শিশু, বৃদ্ধ, রোগী এবং গর্ভবতী নারীদের যাতায়াতের ক্ষেত্রে জলাবদ্ধতার কারণে ভয়াবহ দুর্ভোগের অভিজ্ঞতা জানিয়েছেন তাঁরা। বৃষ্টিতে পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট, বাড়িঘর ও শিল্প কারখানা। দুর্ভোগে পড়েছিল লাখ লাখ মানুষ। সড়কের কোথাও হাটু আবার কোথাও ছিল কোমর সমান পানি। ফতুল্লার দাপা ইদ্রাকপুর, ফতুল্লা স্টেশন রোড, হাজী বাড়ি রোড, উকিলবাড়ি, লালখা, শিয়াচর, সস্তাপুর, রামারবাগ, এলাকায় গিয়ে দেখা যায় সড়কে জমে আছে পানি। ড্রেন থাকলেও তাতে ময়লা আবর্জনায় পূর্ণ। ড্রেন থাকলেও পানি সরে যাবার কোন চিহ্ন নেই। বৃষ্টিতে কোথাও কোথাও গোড়ালির উপরে পানি উঠে যাচ্ছে। হেঁটে রাস্তা পার হতে গেলে কাঁদা পানির বিড়ম্বনার শিকার হতেই হয়েছে বাসিন্দাদের। কল কারখানার শ্রমজীবী মানুষ ভোগান্তি নিয়েই নিজ কর্মস্থলে আসা যাওয়া করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক বছর ধরে এমন ভোগান্তি অব্যাহত থাকলেও সমাধান করতে পারেননি স্থানীয় জনপ্রতিনিধি। বরং প্রতিবছর আলোচনা শুরু হলে ডিএনডি প্রজেক্টের কাজ চলমান বলেই দায় সারা হয়। অথচ বছরের পর বছর কেবল চলছেই এই প্রজেক্টের কাজ। কবে নাগাদ সমাপ্ত হবে কাজ তা জানেননা কেউ। শুধু তাই নয়, প্রজেক্টের পূর্বে এবং পরেও খুব একটা সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না বাসিন্দারা। সবশেষ গতবছর বেশ ঘটা করে ফতুল্লার ভেতরে থাকা খাল, ড্রেন পরিস্কার করা হলেও এবার খুব একটা কাজে দেয়নি। বরাবরের মত এবারও জলাবদ্ধতার শিকার হতে হয়েছে বাসিন্দাদের। এদিকে ফতুল্লা বাসীর জলাবদ্ধতা নিরসনের জন্য চলমান ডিএনডি প্রজেক্টের কাজ সমাপ্তি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গত বছর খাল উদ্ধারের পাশাপাশি সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জলাবদ্ধতা নিরসনে জোড় দেয়া হয়েছিলো। কিন্তু সেই কার্যক্রমের বেশীদূর অগ্রগতি দেখেনি কেউ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯