
ডান্ডিবার্তা রিপোর্ট
‘পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না’ এই কথাটা যেন আজ হাস্যকর হয়ে উঠেছে নারায়ণগঞ্জ শহরের হাজারো মানুষের জন্য। ওয়াসার লাইনের মাধ্যমে ঘরে ঘরে পানি এলেও, সেই পানি এখন যেন অভিশাপ হয়ে উঠেছে। দুর্গন্ধযুক্ত ও অস্বাস্থ্যকর পানি ব্যবহার করে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ, বাড়ছে পেটের পীড়া, চর্মরোগসহ নানা জটিলতা। বিশুদ্ধ পানি যেন এখন এই শহরে এক বিলাসবহুল চাহিদার নাম! দুর্গন্ধ, ময়লা আর অস্বস্তিতে পিষ্ট নগরবাসী। ওয়াসার পানি শুধু পান করার অযোগ্যই নয়, এমনকি ওই পানি দিয়ে গোসল কিংবা মুখ ধোওয়াতেও ভোগান্তি চরমে। অনেকেই অভিযোগ করেছেন, পানির দুর্গন্ধ এতটাই তীব্র যে গোসলের পরেও শরীরে সেই গন্ধ লেগে থাকে। কেউ কেউ বলছেন, মুখ ধোয়ার পর চোখ জ্বালা করে, ত্বকে চুলকানি হয়। এর প্রভাব পড়ছে শিশু থেকে বৃদ্ধ সবার স্বাস্থ্যেই। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাদা পাত্রে রাখলে পানি স্বচ্ছ মনে হলেও ওয়াসার পানি কালচে, ছাই রঙের এবং ময়লাযুক্ত। অনেক পরিবার ওয়াসার পানি ফিল্টার করেও ব্যবহার করতে পারছেন না। বাধ্য হয়ে রান্নার জন্য দূরদূরান্ত থেকে ডিপ টিউবওয়েলের পানি আনতে হচ্ছে। কোথাও কোথাও ব্যক্তিমালিকানা পাম্পের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হচ্ছে বিশুদ্ধ পানি। দুই গøাস বিশুদ্ধ পানি যেন এখন ‘আর্থিক বোঝা’। যেসব পরিবারে পর্যাপ্ত পানি নেই, তারা কিনে খাচ্ছেন পানির বোতল। এতে মাসে গড়ে ৮০০ থেকে ১২০০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। আবার অনেক বাড়িতে বাসাভাড়া ছাড়াও পানি বাবদ আলাদা চার্জ দিতে হয়। কিন্তু সেবার মান নেই বললেই চলে। গলাচিপা এলাকার গৃহিনী নাসিমা কাজল আক্তার বলেন,‘ওয়াসার পানি দিয়ে কিছুই করা যাচ্ছে না। রান্নার পানি আনতে হয় পাশের এলাকা থেকে, আর খাবার পানি কিনে খাই। এতে সংসারের খরচ বেড়ে যাচ্ছে। এটা আসলে এক ধরনের জুলুম। যেখানে পানি পাচ্ছি না, সেখানে বিল দিচ্ছি, এটা মেনে নেওয়া যায় না।’ বাড়ির মালিক বশির মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়াসার পানি দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। অথচ মাস শেষে নিয়ম করে বিল দিতে হয়। শুনছি, ওয়াসা পানির দাম আবার বাড়িয়েছে, অথচ তার কোনো কারণ বলা হয়নি। সেবা ছাড়া দাম বাড়িয়ে দেওয়া মানে তো ভোক্তাদের সঙ্গে প্রতারণা।” সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগের কথা জানানো হলেও, বাস্তবে সেই সুফল এখনো মেলে না নগরবাসীর ভাগ্যে। পানি মানুষের মৌলিক অধিকার—সেটি নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থার আরও দ্রæত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। নারায়ণগঞ্জের হাজারো পরিবার তাকিয়ে আছে বিশুদ্ধ পানির আশায়। তাদের চাওয়া, কেবল এক গাস পরিস্কার, গন্ধহীন ও স্বাস্থ্যসম্মত পানি। সেটাই কি এত কঠিন? এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, ওয়াসার পানি যখন সমস্যা হয় তখন সব জায়গায় হয়না। কিছু কিছু জায়গা সমস্যা গুলো দেখা দেয়। যেখানে সমস্যা গুলো আমরা দেখি সেখানে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করি। আমরা আমাদের পানির ডিপার্টমেন্ট’র সাথে কথা বলবো, জাতে করে নগরবাসীর কোন সমস্যা না হয়। দ্রæতই এর সমাধান দেখবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দারা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯