
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরে ফের চরম বিশৃঙ্খলার দেখা দিয়েছে, নিয়ম মানার কোনো বালাই নেই। নগরীর সকল ফুটপাত দখলে নিয়ে দিব্যি ব্যবসা করছে হকাররা, নগরীর মার্কেটগুলোতে পার্কিং না থাকায় সড়ক দখল করে রেখেছে কেনাকাটা করতে আসা গাড়িগুলো, পুনরায় বেড়েছে অটোরিক্সা-ইজিবাইক-মিশুকের দৌড়াত্ম, বিভিন্ন স্থানে উন্নয়ন ও সংস্কার কাজে ধীরগতির ফলে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যহত হওয়াসহ পরিবহন চালকদের নিয়ম না মানার কারণে নগরীতে ফের তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটে নাকাল নগরবাসী দিশেহারা হয়ে পড়েছে। ফলে চরম এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পেতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলকে দ্রæত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর। তারা বলছে, ঈদের ছুটির পর দিন যতই গড়াচ্ছে ততই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে গোটা নারায়ণগঞ্জে। পুরোনো চেহারায় ফিরতে শুরু করেছে নারায়ণগঞ্জের যানজট পরিস্থিতি। ঈদের পূর্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেয়া বেশ কয়েকটি উদ্যোগে যানজটের তীব্রতা থেকে মুক্তি পেয়েছিলো নগরবারসী। এজন্য সকল দপ্তরের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছিলো জনসাধারণ। তবে, ঈদের ছুটি শেষ হতে না হতেই তীব্র যানজটের সেই চিরচেনা রূপে ফিরে যেতে শুরু করেছে নারায়ণগঞ্জ। হঠাৎ করে নগরীতে যানজটের মাত্রা বৃদ্ধির কারণ অনুসন্ধানে দেখা যায়, ঈদের সুযোগে নগরীর ফুটপাতগুলো দখলে নিয়ে ব্যবসা করে আসছে হকাররা। ঈদ গত হলেও ফুটপাতগুলো এখনও হকারমুক্ত হয় নি। উল্টো দিন যত যাচ্ছে, হকারদের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। জানতে চাইলে হকাররা বরাবরের মতো এবারও বলছে, যেখানে যা লাগে, সেখানে তা দিয়েই ফুটপাতে ব্যবসা করে হকাররা। অর্থ্যাৎ পূর্বের মতো করেই হকারদের কাছ থেকে মোটা অংকের চাঁদাবাজি করছে একটি রাজনৈতিক দলের নেতারা। নগরীর প্রধান সড়ক হিসেবে পরিচিতি বিবি রোডের ডিআইটি থেকে চাষাড়া পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের পাশে অন্তত ২০টি মার্কেট, শপিং মল রয়েছে। আলমাছ পয়েন্ট ব্যতীত কোনো মার্কেটেই নেই পার্কিং ব্যবস্থা। যাদেরও আছে, তারা আবার সেই পার্কিংয়ের স্থলে গোডাউন করে ভাড়া দিয়ে রেখেছে। ফলে এসব মার্কেটগুলোতে কেনাকাটা করতে আসা মানুষেরা তাদের গাড়িগুলো সড়কের উপরেই ফেলে রাখে। ঈদের আগে অটোরিক্সা-ইজিবাইক-মিশুক চলাচলে কিছু বিধি-নিষেধ থাকলেও এখন আর সেই নিয়ম কানুনের কোনো তোয়াক্কা করছেনা অনুমোদনহীন এসব বাহনের চালকরা। ফলে সড়কের যত্রতত্র এসব বাহন দাড় করিয়ে রেখে কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করা হচ্ছে। তাদেরও একই দাবি, টাকা ছাড়া শহরে প্রবেশ করেনা একটিও অটোরিক্সা। মরার উপর খাড়ার ঘা হিসেবে মানুষের যন্ত্রণা বৃদ্ধিতে কাজ করছে সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজ। এসব সংস্কার কাজে ধীরগতির ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। জানুয়ারি মাসের ৩০ তারিখ জেলা প্রশাসনের এক বিশেষ সভায় ঈদের আগে কালিরবাজারের সংস্কার কাজ শেষ করার কথা জানিয়েছিলো সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম। তবে, ঈদ পেরিয়ে ২০ দিন হতে চললেও সড়কটির সংস্কার কাজ শেষ হয়নি এখনো। যানজটের আরও একটি বড় কারণ হচ্ছে, গণপরিবহন তথা বন্ধন, উৎসব, বিআরটিসি, মৌমিতা, বাধনসহ অন্যান্য বাসের চালকদের নিয়ম না মানার প্রতিযোগীতা। তারা কারও কোনো কথার ধার ধারেনা, চলেন শুধু নিজেদের ইচ্ছামতো। ১নং রেল গেইট থেকে বাস চাষাড়ায় আর্মি মার্কেটের সামনে এসে কাউন্টারে যাত্রী তোলার কথা থাকলেও প্রতিটি পয়েন্টে পয়েন্ট দাড়িয়ে থেকে যাত্রী তোলে তারা। ফলে পিছনে তীব্র ও লম্বা যানজটের সৃষ্টি হয়, তবে এতে নজর নেই তাদের। শুধু তাই নয়, তাদের জন্য নির্দিষ্ট লেন থাকলেও সেই লেনে না চলে রিকশার লেনে এসে যানজটের মাত্রা আরও বৃদ্ধি করে তারা। এছাড়া, নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে গড়ে উঠা অবৈধ সিএনজি, লেগুনা ও অটোরিক্সা স্ট্যান্ডের কারণেই মূলত যানজট আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র চাষাড়াতেই অন্তত ৫টি অবৈধ স্ট্যান্ড রয়েছে, যার সবগুলোই একেবারে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে। যানজট নিরসনের লক্ষ্যে চাষাড়া মোড়ে ৪/৬ জন ট্রাফিক পুলিশ সদস্য এবং অন্যান্য পয়েন্টগুলোতে আরও ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেলেও অবৈধ এসব স্ট্যান্ড উচ্ছেদ কিংবা এদের কারণে সৃষ্ট যানজট নিরসনে কোনো ভুমিকা রাখতে দেখা যায়নি তাদের। বরং তাদের চোখের সামনেই অবৈধ এসব স্ট্যান্ডে অটোরিক্সা, সিএনজি ও লেগুনা দাড়িয়ে থাকলেও তারা যেনো দেখেও না দেখার ভান করে সময় পার করছে। গতকাল শনিবার সরকারী ছুটির দিন থাকা সত্তে¡ও দিনভর এমনকি রাতেও নগরীতে যানজটের মাত্রা তীব্র আকার ধারণ করে। এদিন সরেজমিন পরিদর্শনে দেখা যায়, দিনের পুরোটা সময়ই যানজটে আটকা পড়ে কর্মঘন্টা নষ্ট হয় নগরবাসীর। বিশেষ করে পড়ন্ত বিকেলে ভয়াবহ যানজটে আটকা পড়ে নগরবাসী। ডিআইটি থেকে ২নং রেল গেইট, ১নং রেল গেইট থেকে ২নং রেল গেইট, ২নং রেল গেইট থেকে চাষাড়া, চাষাড়া থেকে ২নং রেল গেইট, মিশনপাড়া মোড় থেকে চাষাড়া, তোলারাম কলেজের মোড় থেকে চাষাড়া প্রতিটি সড়কেই তীব্র যানজটের সৃষ্টি হয় এদিন। যানজটে আটকা পড়ে এসময় নগরবাসীকে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তবে, নগরীতে এতোসব অনিয়ম চললেও এসব দেখার জন্য যেন কেউ নেই। জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পুলিশ, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর টেকনিক্যালি উত্তরে আটকে আছে জনজীবনের দুর্বিষহ এই যন্ত্রণা। তাদের কাছে জানতে চাইলে, আমরা জানি, অভিযান পরিচালনা করবো, হকারদের উঠিয়ে দিলে তারা আন্দোলন করবে, অটোরিক্সাওয়ালারা আন্দোলন করবে তখন কে রুখবে তাদের, তাদের নিয়ে বসবো, সকল দপ্তরকে বলেন, আমি একা পারবোনা, জনগনকে সচেতন হতে হবে এ ধরনের লজ্জাজনক গাঁ বাঁচানো এবং দায়িত্ব এড়ানো নানা বক্তব্য শোনা যায়। যা বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় প্রকাশিত হলে নগরবাসী তাদের এসব বক্তব্যের ধিক্কারও জানায়। নগরবাসী বলছে, কে আন্দোলন করবে না করবে সেটা না দেখে, শক্ত পদক্ষেপ নিতে হবে। কেননা, ২/৪শ ইজিবাইক চালক বা ২/৪ হাজার হকাররা গোটা নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে রাখতে পারেনা। আপামর জনসাধারণের সুবিধা-অসুবিধা দেখার জন্যই তাদেরকে নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তরের দায়িত্বে আসীন করা হয়েছে। সেটা না দেখে যারা আন্দোলনকে ভয় পায়, তাদেরকে এই নারায়ণগঞ্জ ছেড়ে কোনো অজপাড়াগায়ে কি কাজ করারও আহŸান জানায় নারায়ণগঞ্জবাসী।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯