আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | রাত ৮:৩৬

সিদ্ধিরগঞ্জে ভ’মি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

ডান্ডিবার্তা | ২০ এপ্রিল, ২০২৫ | ১১:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখল করতে সিদ্ধিরগঞ্জে নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী ক্যানেল পার এলাকায় সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ এনে মানববন্ধন করেছে কদমতলী এলাকাবাসী। জমির মালিকানা দাবি করা চিহ্নিত ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী জয়নাল ও তার বাহিনীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে এ ঘটনায় প্রতিকার চেয়ে এ মানববন্ধন করে এলাকাবাসী। গতকাল শনিবার দুপুর সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী ক্যানেলপাড় এলাকায় ভুক্তভোগী এলাকাবাসীর বাড়ির সামনে সড়কের ওপর এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। অভিযুক্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের থানাদিন মিজমিজি পাগলা বাড়ি এলাকার কথিত বিএনপি নেতা ইলিয়াস ও জয়নালের নেতৃত্বে ৭০-৮০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র লোহার রড, রামদা, চাপাতি নিয়ে জমির মালিকানা দাবি করে হামলা করে। মানববন্ধনে ভুক্তভোগীরা বক্তব্যে বলেন, সিদ্ধিরগঞ্জের আমতলা পূর্ব কলাবাগ এলাকার মৃত মৈজদ্দিন মিয়ার ছেলে মোঃ জয়নাল আবেদীন ও ওয়াকিল গং, সিদ্ধিরগঞ্জ মৌজার সিএস ও এসএ ২৫৯৪ দাগে ৮৮ শতাংশ জমির মালিকানা দাবি করে গত ৯ এপ্রিল ২৫/২৬ টি বাড়িতে হামলা চালায় মিজমিজি পাগলাবাড়ি এলাকার বিএনপি পরিচয়দানকারী নেতা ইলিয়াস ও জয়নালের নেতৃত্বে ৭০-৮০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র, লোহার রড, রামদা ও চাপাতি নিয়ে বাড়িঘরে হামলা করে, জমির সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং দখল করার উদ্দেশ্যে কয়েকটি সাইনবোর্ড সাঁটিয়ে দেয়। এসময় তারা আমাদের ওপর হামলা, নারীদের শ্লীলতাহানি, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তারা বলেন, গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নব্য বিএনপি নেতাকর্মী পরিচয়ে কিছু ভূমিদস্যু এলাকায় জমি দখল ও লুটতরাজ করে যাচ্ছে। আমরা এলাকাবাসী অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বর্তমান সরকারের কাছে এসব বিএনপির কতিপয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, ভুক্তভোগীগণ থানায় অভিযোগ করেছেন। আমরা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।এ বিষয়ে দুই পক্ষকে থানায় বসার জন্য আহŸান করা হয়েছে। তারা বসলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোনো সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করা হবে না। ‎




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা