আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | বিকাল ৫:৫১

সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে পুরো পরিবার

ডান্ডিবার্তা | ২০ এপ্রিল, ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে স্থানীয় একদল সন্ত্রাসীদের হুমকীর মুখে পালিয়ে বেড়াচ্ছে এসএসসি পরীক্ষার্থীসহ পুরো পরিবারের সদস্যরা। ভুক্তভোগী পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়ে কোন প্রকার আইনী সহযোগিতা পাচ্ছে না। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ারা আক্তার বেবী নামে এক নারী স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধানের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি স্থানীয় দুপ্তারা ইউনিয়নের বাজবী এলাকার রিয়াজুল ইসলাম খোকনের স্ত্রী। লিখিত উক্ত অভিযোগে ওই নারী উল্লেখ্য করেন, ৯ এপ্রিল তার স্বামী রিয়াজুল ইসলাম খোকন উপজেলার দুপ্তারা বাজারে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের ছবিসহ বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া, শহীদ প্রেন্সিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত একটি তরুণ নির্মাণ করার প্রস্তুতি নেন। এসময় স্থানীয় একদল সন্ত্রাসী তরুণ নির্মাণে বাঁধা প্রদান করাসহ গুলি করে মেরে ফেলার হুমকী দেয়। তিনি অভিযোগে আরো উল্লেখ্য করেন, নানা বাঁধা অতিক্রম করে তার স্বামী খোকন নির্ধারিত স্থানে তরুণ নির্মাণ সম্পূর্ণ করেন। পরে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের সহযোগিতায় সন্ত্রাসীরা তরুণটি ভেঙে লুট করে নিয়ে যায়। ওইদিন রাত ২টার দিকে অভিযুক্তরা তার ভাড়াবাড়িতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় ঘন্টাব্যাপী তাদের তান্ডবে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা হলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে চলে যায়। তিনি বলেন, আমার স্বামী খোকন জিসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সাংঘঠনিক সম্পাদক। একসাথে তিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের একোনিষ্ঠ একজন কর্মী। তিনি বিগত স্বৈরাচার আওয়ামী লীগের একাধিক মামলা ও হামলার শিকার। তাকে বিগত আমলে নানাভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিলে ওসি কোন প্রকার আইনী সহযোগিতা না করে, উল্টো মোটা অংকের অর্থ দাবী করেন। পাশাপাশি আমাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। এখন আমার এসএসসি পরীক্ষার্থী ছেলেসহ পুরো পরিবার ভাড়াবাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি। তিনি আরও বলেন, আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের নির্যাতনের শিকার আমার মতো আরো অনেকে। আমি আড়াইহাজার থানা থেকে ওসি’র দ্রæত অপসারণ দাবী করছি। ভুক্তভোগী ওই নারীর স্বামী রিয়াজুল ইসলাম খোকন বলেন, ‘২০১৯ সালে স্বৈরাচার আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবু’র হুকুমে আমার বসত বাড়ি ভেঙে দিয়েছে। অর্থের অভাবে বাড়ি-ঘর করতে পারেনি। আমি অন্যের বাড়িতে ভাড়া থাকি। সন্ত্রাসীদের ভয়ে এখন ভাড়াবাড়ি থেকেও পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় লিখিত অভিযোগ দিয়ে কোন সহযোগিতা পাইনি।’ এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় কোন অভিযোগ আমি পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা