আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | বিকাল ৫:৪৬

রূপগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত

ডান্ডিবার্তা | ২০ এপ্রিল, ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় যাত্রীবাহী মেঘলা বাসের ধাক্কায় সিএনজি চালক আক্তার হোসেন (৫৫) নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে সিএনজিতে থাকা আরো ২ যাত্রী। গতকাল শনিবার সকালে কাঁচপুর থেকে সিএনজি চালক আক্তার হোসেন ২ জন যাত্রী নিয়ে ভুলতা উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় পৌছেলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী মেঘলা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ধুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। এসময় গুরুতর আহত হয় চালক আক্তার হোসেন, যাত্রী মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমী আক্তার। আশোপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আক্তার হোসেনকে মৃত বলে ঘোষনা দেন। গুরুতর আহত ২ যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত চালক আক্তার হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাচপুর উত্তর পাড়া এলাকার মৃত সাইজদ্দিনের ছেলে। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মো. জাহানুর আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত মাসুদ ও তার স্ত্রী মৌসুমীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা