
ডান্ডিবার্তা রিপোর্ট
শিল্পখাতে ও ক্যাপটিভ গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। তিনি এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও আত্মঘাতী উল্লেখ করে তা বাতিল বা পুনর্বিবেচনার আহŸান জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “এনার্জি রেগুলেটরি কমিশন, পেট্রোবাংলা ও ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির মাধ্যমে গ্যাসের দাম বৃদ্ধির এই প্রস্তাব সম্পূর্ণ অবাস্তব। এটি শিল্পখাতের জন্য বড় ধরণের বিপর্যয় ডেকে আনবে।” তিনি আরও বলেন, “আমরা জানি, গ্যাস আমাদের খনিজ সম্পদ। শিল্প খাতে ব্যবহারের জন্য এলএনজিও আমদানি করতে হয়। আমদানিকৃত ও খনিজ গ্যাসের দাম যৌক্তিকভাবে সমন্বয় করলে সিস্টেম লস বাদ দিয়েও প্রতি ঘনমিটারের দাম সর্বোচ্চ ২২ টাকা হওয়া উচিত। অথচ বর্তমানে ৩০ টাকা হারে দাম নির্ধারণ করা হয়েছে। তার ওপর ৩৩ শতাংশ বাড়ানো হলে এটি শ্রমজীবী মানুষ ও ক্ষুদ্র শিল্পের জন্য ভয়াবহ প্রভাব ফেলবে।” চেম্বার সভাপতি আরও বলেন, “এই দাম বাড়ানো হলে ব্যবসায়ী সিন্ডিকেট আরও সক্রিয় হয়ে উঠবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা নতুন করে ঝুঁকিতে পড়বে এবং কেউ নতুন করে শিল্প স্থাপনে আগ্রহী হবে না। গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে অন্যান্য কাঁচামালের দামও স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে।” তিনি এনার্জি রেগুলেটরি কমিশনের উদ্দেশ্যে বলেন, “আপনারা ৩৩ শতাংশ দাম বাড়িয়েছেন, কিন্তু কোনো শিল্প প্রতিষ্ঠান কি ৩৩ শতাংশ লাভ করে? তাহলে অতিরিক্ত এই বিল তারা কীভাবে দেবে? শিল্প প্রতিষ্ঠান গ্যাসের বিল দিতে না পারলে আপনারা এসে লাইন কেটে দেবেন এবং কারখানা বন্ধ হয়ে যাবে।”তিনি বলেন, “বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে বিনীত অনুরোধ জানাই—এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসুন। আমদানিকৃত গ্যাসের বিবেচনায় কিছুটা মূল্যবৃদ্ধি যৌক্তিক হতে পারে, তবে আন্তর্জাতিক বাজারের দামের সাথে সামঞ্জস্য রেখেই সেটি নির্ধারণ করতে হবে।”
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯