আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | বিকাল ৩:২৪

সিদ্ধিরগঞ্জের ব্যবসায়ীর বিশ লক্ষ টাকা ছিনতাই

ডান্ডিবার্তা | ২১ এপ্রিল, ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুল জব্বার নামে এক তেল ব্যবসায়ীর কাছ থেকে বিশ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা পরিচয়দান কারী ইরফান ভূইয়া ও তার সহযোগিদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ছাত্রদল নেতা পরিচয়দান কারী গোদনাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। অভিযুক্তরা হলো গোদনাইল বার্মাষ্ট্যান্ড এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ইরফান ভূইয়া, মৃত রুপচান ভূইয়ার ছেলে মেঝবা ভূইয়া, সোলাইমানের ছেলে সাকিব ও একই এলাকার তৌফিক সহ অজ্ঞাত আরো ১০/১২ জন। অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় বিভিন্ন লোকজনের কাছ থেকে জোরপূর্বক চাঁদা উত্তোলন করছে। সেই প্রেক্ষিতে তারা ভুক্তভোগীর কাছ থেকে বেশ কিছুদিন ধরে দশ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসলিছ। তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা ওই ব্যবসায়ীকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিল। গতকাল রবিবার বেলা ১২টায় অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ গোদনাইল বার্মাস্ট্যান্ড বটতলা মাদ্রাসার সামনে ভুক্তভোগীকে মারধর করে এবং তার সাথে থাকা নগদ বিশ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। একই দিন ওই এলাকার মো. সাইদুল ইসলাম সেন্টু নামে আরেক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় ইরফান ভূইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইরফান আওয়ামী লীগের আমলে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতির অন্যতম সহযোগী ছিল। এলাকায় যুবলীগের নেতা হিসেবে বিভিন্ন সময় এলাকায় অসংখ্য ব্যনারও ঝুলিয়েছে ইরফান। গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর কিছুদিন গা-ঢাকা দিয়েছিল ইরফান। বর্তমানে এলাকায় নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে নানা ধরণের অপকর্ম করে বেড়াচ্ছে ইরফান ও তার সহযোগীরা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহতাব জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা