আজ মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ১৪ জিলকদ ১৪৪৬ | রাত ৯:৩০

ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে ডিসি

ডান্ডিবার্তা | ২১ এপ্রিল, ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল রোববার ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় হাসপাতালটি ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) মো. হারুন অর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর ঘুরে দেখেন জেলা প্রশাসক। এ সময় তিনি সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন এবং একটি পরিত্যক্ত ভবন দ্রæত অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি, নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ওয়ার্ডসমূহে তদারকি বাড়ানোর নির্দেশনাও প্রদান করেন। সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে জেলা প্রশাসক বলেন, “ভিক্টোরিয়া হাসপাতালকে নতুন রূপে গড়ে তোলা হবে। এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।” জেলার অন্যতম প্রধান এই চিকিৎসা প্রতিষ্ঠানকে আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বলে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা