আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | দুপুর ১২:২৬

রূপগঞ্জে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং নির্মূলে উঠান বৈঠক

ডান্ডিবার্তা | ২১ এপ্রিল, ২০২৫ | ১১:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোরগ্যাং নির্মূলে উঠান বৈঠক, আলোচনা সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে “যুবশক্তি বøাড ফাউন্ডেশন”, “মাহনা পূর্বপাড়া সমাজবাসী”, “বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্থানীয় প্রতিনিধি” ও “মাহনা আদর্শ সেবা সংগঠন”সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় মাহনা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রুস্তম আলী ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবশক্তি বøাড ফাউন্ডেশনের সভাপতি জাকির মোল্লা, সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া নয়ন, প্রতিষ্ঠাতা মোহসীন মোল্লা, উপদেষ্টা আওলাদ হোসেন, মাহনা আদর্শ সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা জাকির হোসেন, প্রচার সম্পাদক ইফাজ আহাম্মেদ, সহ-কোষাধক্ষ রুহুল আমীন, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্থানীয় প্রতিনিধি জুনায়েদ আহাম্মেদ আকাশ, মাহনা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক মোশাররফ মোল্লা, গোলাকান্দাইল ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মনির হোসেন মোল্লা, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইয়াকুব, সাধারণ সম্পাদক নাজমুল, মাহনা পূর্বপাড়া সামাজিক প্রতিবাদ সংগঠনের সদস্য জসিম, হৃদয়, ইব্রাহীম, মামুন, নিহার, শাকিল এবং মাহনা পূর্বপাড়া সমাজবাসী সংগঠনের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক সমাজ ধ্বংসের প্রধান হাতিয়ার। একজন মাদকাসক্ত ব্যক্তি সহজেই জড়িয়ে পড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোরগ্যাংসহ নানা অপরাধমূলক কর্মকাÐে। তাই যুবসমাজকে রক্ষা করতে হলে এসব অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, এলাকার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষ মাদক ও অপরাধমূলক কর্মকাÐের বিরুদ্ধে গণস্বাক্ষরের মাধ্যমে প্রতিবাদ জানান। সমাজকে কুলষমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানানো হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা