আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | রাত ১:২৫

নবীগঞ্জে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি

ডান্ডিবার্তা | ২২ এপ্রিল, ২০২৫ | ১২:১৫ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে পূর্বশত্রæতার জের ধরে কিশোর গ্যাংয়ের গডফাদার শাহিন, তুহিন ও মাসুদের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা, মারধর, বাড়িঘর ভাঙচুর, লুটপাট করেছে। তাদের হামলায় আহত হয়েছে একই পরিবারের ৫জন সদস্য। গত ১৭ এপ্রিল রাত ১০ টার সময় নাসিক ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ মোল্লাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় রাতেই ৮জনের নাম উল্লেখ করে আরো ১০/১২জনকে অজ্ঞাতনামা আসামি করে আহত আরমান হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পর থেকেই কিশোর গ্যাংয়ের বাহিনীর ভয়ে মনির হোসেন মনুর পরিবার ঘড়বাড়ি ছাড়া রয়েছে। অভিযুক্তরা হলেন, নবীগঞ্জ এলাকার মফিজুল মিয়ার ছেলে কিশোর গ্যাংয়ের সদস্য রুদ্র, পিরা মিয়ার ছেলে মুন্না, খাজা মিয়ার ছেলে মনির হোসেন, শাহিন মিয়ার ছেলে সুলভ, সহিদ মিয়ার ছেলে মাসুদ, নিঝুম, মান্নাফ এর ছেলে মৃদুল, মামুন মিয়ার ছেলে আজমির। অভিযোগের বিবরণে জানা গেছে, প‚র্ব হইতে জায়গা জমি সহ সমাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলমান। বিবাদীগন ঘটনার প‚র্ব হইতে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের হুমকি প্রদান করে আসছে। এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল রাত ১০ টার দিকে উল্লেখিত বিবাদীরা তাদের সহযোগী অজ্ঞাতনামা বিবাদীরা তাদের প‚র্ব পরিকল্পনা অনুযায়ী বে-আইনী জনতায় দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া আমাদের বসত বাড়ীতে প্রবেশ করে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ অকর্কিত মারপিট করিয়া শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে সকল বিবাদীগন আমাদের সহ আমার চাচা আনোয়ার হোসেনের বসত ঘরে প্রবেশ করিয়া বসত ঘরের আসবাস পত্র টিভি, ফ্রিজ, কম্পিউটর সহ বিভিন্ন মালামাল ভাংচুর করিয়া লুটপাট করিয়া আনুমানিক ১০লাখ টাকার ক্ষতি সাধন করে। ১-৪নং বিবাদীগন আমার বসত ঘরের আলমারীতে রক্ষিত নগদ ৪ লাখ ৫০ হাজার-টাকা চুরি করিয়া নিয়ে নেয়। ৫, ৬ ও ৭নং বিবাদীগন আমাদের বসত বাড়ীর সামনে রাস্তার উপর আমার ও আমার বড় ভাই মুকুল হোসেনের দুইটি মোটর সাইকেল ভাংচুর করিয়া ২ লাখ ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। ১ ও ২ নং বিবাদীদ্বয় আমার চাচা আনোয়ার হোসেনের বসত ঘরে আলমারীতে রক্ষিত নগদ ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করিয়া নেয়। আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন আমাদের প্রকাশ্যে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে পালিয়ে যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা