আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৮

সোনারগাঁয়ে মুখোমুখি আ’লীগ-বিএনপি

ডান্ডিবার্তা | ২৩ এপ্রিল, ২০২৫ | ১০:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সোনারগাঁয়ের রাজনীতি। সোমবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ও বিক্ষোভে থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। সকালে কাঁচপুরে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া, বে-সরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় পৃথকভাবে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। সেখানে বক্তারা ছাত্রলীগের মিছিলকে প্রতিহত করার হুমকি দেন। অন্যদিকে, ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে সোনারগাঁও পৌরসভা যুবদলের উদ্যোগে আরও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, ছাত্রলীগের উসকানিমূলক কর্মসূচির বিরুদ্ধে তারা রাজপথে থাকবে এবং প্রতিহত করবে।এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁচপুর এলাকায় কড়া অবস্থানে রয়েছে সোনারগাঁ থানা পুলিশ। ছাত্রলীগের মিছিল শেষে পুলিশ অভিযান চালিয়ে কাঁচপুর থেকে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এই ঘটনায় সোনারগাঁয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সাধারণ আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে গ্রেপ্তার আতংক কাছ করছে। যারা বাড়িতে থাকতেন তারা বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন আর যারা বাড়ি ছেড়ে বাহিরে আছেন তারাও আতœ গোপনে রয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা