আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | বিকাল ৪:১২

সোনারগাঁয়ে আওয়ামী দোসর বহাল তবিয়তে

ডান্ডিবার্তা | ২৩ এপ্রিল, ২০২৫ | ১০:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলায় এখনো দেদারসে চলছে লুটপাট। তারা নামে বেনামে কতিপয় কর্মকর্তাদের ম্যানেজ করে হাতিয়ে নিচ্ছে বিভিন্ন কাজ। আর এ হড়িলুটের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিফ ইঞ্জিনিয়ার ও সোনারগাঁও পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুর দিকে। তবে এই হড়িলুটের মূল কারিগর আওয়ামীলীগের দোসর প্রকৌশল অফিসের এসএম মোস্তাফিজ। নিয়ম অনুযায়ী ঋউউজওজচ-চ-১ প্রকল্পে কর্যসহকারীর মেয়াদ গত ২০২৪ সালের ৩০ জুন তার এই চুক্তিভিত্তিক চাকরীর মেয়াদ শেষ হলেও রহস্যময় কারণে এখনও স্বপদে বহাল এই দূর্নীতির বড়পূত্র। তাছাড়া সে অনিয়ম এর মধ্যমে আউটসোর্সিং এর কর্মচারী হয়েও উপজেলা প্রকৌশলীদের জন্য বরাদ্দ কোয়াটার এখনও তার দখলে। তার বাসা রয়েছে ৩ জন কাজের লোক, বিলাসবহুল ফানির্চার ও এসি। নিয়ম অনুযায়ী কোন ঠিকাদার সরকারি অফিসে থাকতে পারেনা। সে তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে একই সাথে ঠিকাদারি ও আউটসোর্সিং এর কর্মচারী হয়ে অফিস করছেন। সে চাকরি থাকাকালীন ঋউউজওজচ-চ-১ প্রকল্পের কার্য- সহকারী হয়ে তিনি কী করে অফিসে কাজ করেন। এ থেকে বুজা যায় তিনি কত বড় রাজনৈতিক ক্ষমতা নিয়ে অফিস করেন। জানা গেছে তার এই অবৈধ পন্থায় ঠিকাদারি ও চাকরির সুবাদে শশুর বাড়ি এলাকায় রাজশাহীতে বিলাসবহুল এলাকায় ২টি ফ্ল্যাট কিনেছেন। সোনারগাঁ উপজেলায় সরকারি বরাদ্দকৃত সেলাই মেশিন রাজশাহী পাচার করে একটি মিনি গার্মেন্টস দিয়েছেন। তার বিরোদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণে রয়েছে অনিয়ম এর অভিযোগ। জানাযায়, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক হানিফ এর আত্মীয় হওয়ার সুবাদে এবং কেন্দ্রীয় এলজিডি অফিস ঢাকায় এস এম মোস্তাফিজের মামা পিউন থাকার কারণে চুক্তিভিত্তিক প্রকল্পে চাকরিতে যোগদানের পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। মোস্তাফিজ গত পাঁচ বছর চরম অনিম করে বিশাল বিত্ত ভৈবোভের মালিক বনেছেন। আবার স্থানীয় যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নুর শেল্টারে মোস্তাফিজ তার এম এম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে টেন্ডারবাজিতে হয়ে উঠেন অপ্রতিরোধ্য। ২০২৪ এর গণঅভ্যুত্থান ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতা সেন্টুকে মেনেস করে তার অনিয়ম আরো তীব্র গতিতে চালিয়ে যাচ্ছেন। সোনারগাঁ উপজেলা প্রকৌশল অফিসের কার্য সহকারীর দায়িত্ব গত ২০২৪ সালের ৩০ জুনে শেষ হলেও এখনও সব চালিয়ে যাচ্ছেন আগের গতিতেই। তার এই অলৌকিক শক্তির কারণ খোজলে উঠে আসে সোনারগাঁও পৌর বিএনপি নেতা সাদিকুর রহমান সেন্টুর নাম। এক অনুসন্ধানে জানাযায়, সোনারগাঁও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু গত ৮ মাসে প্রায় ২৭ লাখ টাকার মালিক বনেগেছেন। সোনারগাঁ উপজেলা প্রকৌশল অফিসে অনুসন্ধানে জানাযায়, মোস্তাফিজের অবৈধ ইনকামের ভাগবাটোয়ারার একটা বড় অংশই পায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিফ ইঞ্জিনিয়ার ও সোনারগাঁও পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু। বিশ্বস্ত সূত্রে জানাযায়, জঋছ প্রকল্পের ৪টি কাজ, প্রতি কাজ ১০লক্ষ টাকা করে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেন এই মোস্তাফিজের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম এন্টারপ্রাইজ এর নামে। গত ফেব্রæয়ারি মাসে এই চল্লিশ লাখ টাকার বিল পাস হয়। যেই কাজ বাস্তবে কোথাও হয়ই নাই। সেই টাকা কোথায় গেলো? অভিভাবকহীন সোনারগাঁ উপজেলা পরিষদ। গত ১৩ মার্চ ২০২৫ তারিখ ঙঞগ এর দশটি কাজ বন্টনও অবৈধ লেনদেন এর মাধ্যমে মোস্তাফিজ তার পছন্দমত লোকদের দিয়েছেন। জানাযায়, এই মোস্তাফিজের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম এন্টারপ্রাইজ এর নামে বর্তমানে বন্দর উপজেলায় এঙইগ এর অধীনে রাস্তা মেনটেইনেন্স এর সাতষট্টি লাখ টাকা বরাদ্দকৃত কাজ চলমান। এছাড়াও সোনারগাঁ উপজেলায় ছোট বড় যত কাজ আছে তার বেশিরভাগই এমএম এন্টার প্রাইজ এর নামে হয়। পরে তা সে পছন্দ মতো ঠিকাদার এর কছে বিক্রি করেন। এ কাজে সে বিজ্ঞাপন দেয়ার নামে কিছু সাংবাদিককে হাতে রাখেন। উপজেলা ইঞ্জিনিয়ার, ইউএনও ও অন্য ইঞ্জিনিয়ারদের কমিশন দিয়ে। রাজনৈতিক নেতা সাদিকুর রহমান সেন্টুকে প্রতিটি টেন্ডারবাজির অংশ দিয়ে। এ বিষয়ে মোস্তাফিজ বলেন, সব মিথ্যা। আমার চাকরি যায়নি। আমি কোন অনিয়মের সাথে জড়িত নই। এম এম এন্টারপ্রাইজ নামেট ঠিকাদারির কাজ রিসেনলী ক্লোজ করে দিয়েছি। সরকারি কোয়াটার আছি বরাদ্দ পেয়েছি তাই থাকি। আমি কিছু সাংবাদিককে বিজ্ঞাপন দিতে না পারায় তারা হয়তো আমার বিরুদ্ধে এসব করছে। সোনারগাঁ উপজেলার প্রধান প্রকৌশলী মো. আলমগির হোসেন বলেন, মোস্তাফিজের এর চাকরী নাই এটা সত্যি কথা। আমদের দক্ষ জনবলের অভাব আছে। তাই সে যতদিন এভাবে আছে সোনারগাঁয়ের উন্নয়নে আপনাদের কাজ টিকসই করতে আমরা তার সহযোগীতা নিতই পারি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, মোস্তাফিজের এর চাকরী নাই এটা সত্যি কথা। নতুন প্রকল্প আসলে তাকে সেখানে এড করা হবে। কোয়াটারে সে আগে থেকেই ছিল এখানে আমার কি করার আছে? তার দেয়া সার্বিসে কোন অনিয়ম থাকলে বলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা