
ডান্ডিবার্তা রিপোর্ট
পারিবারিক কলহের জের ধরে সোনারগাঁয়ে বোনের সঙ্গে অভিমান করে কিটনাশক পান করে আত্মহনন করেন রেদোয়ান অনিক (২৬) নামের এক তরুণ এমবিবিএস চিকিৎসক। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার রাতে কিটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তরুণ চিকিৎসকের মৃত্যুতে এলাকায় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহপাঠী ও তার শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভবনাথপুর গ্রামের আশেক আলীর ছেলে রেদোয়ান অনিক গত শুক্রবার রাতে তার বোন নাবিলা আক্তারের সঙ্গে পারিবারিক কলহের জেরে ঝগড়া করেন। পরে রাতে কোন এক সময় পরিবারের সঙ্গে অভিমানর করে কিটনাশক পান করেন। বিষয়টি তাৎক্ষনিকভাবে জানতে পেরে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত সোমবার দিবাগত রাতে মারা যান। রিদোয়ান অনিক মা ও শিশু বিভাগে এমবিবিএস সম্পন্ন করেছেন। মেধাবী এ শিক্ষার্থী ২০১৩ সালে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও পরবর্তীতে ঢাকায় থেকে পড়াশোনা শেষ করেন। এদিকে গতকাল মঙ্গলবার সকালে পিরোপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামে ওই চিকিৎসকের লাশ নিয়ে আসলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরণা হয়। সেখানে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এসে ভীড় করেন। বাদ জোহর ভবনাথপুর ঈদগাহ মাঠে তার জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। নিহত চিকিৎসকের বাবা আশেক আলী জানান, রেদোয়ান অনিক এক মাস ধরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তার লেখাপড়ার পাশাপাশি বিসিএস পরীক্ষার মাধ্যমে চিকিৎসক নিয়োগের জন্য অনেক চেষ্টা করে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে। বাবা হিসেবে ছেলেকে অনেক বুঝিয়েছি। শেষ পর্যন্ত আর পারলাম না বলে কান্নায় ভেঙে পড়েন। তিনি আরো, পারিবারিক কলহের জেরে বোনের সঙ্গে অভিমান করে আত্মহত্যার অভিযোগটি সত্য নয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯