আজ মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ১৪ জিলকদ ১৪৪৬ | সন্ধ্যা ৭:০১

পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
“ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এ ¯েøাগানকে সামনে রেখে পেশাজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা সচেতনতা বৃদ্ধিতে গাড়ি চালকদের সচেতনমূলক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎‎গতকাল বুধবার সকালে নগরীর খানপুর বিআরটিসি ডিপোর হল রুমে বিআরটিএ’র নারায়ণগঞ্জ কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। (বিআরটিএ) নারায়ণগঞ্জ সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জি.) মো মাহবুবর রহমান, নারায়ণগঞ্জ সিভিল সার্জন মেডিকেল অফিস ডা. মো. আনোয়ার হোসেন খান, ট্রাফিক ইন্সপেক্টর মো আব্দুল করিম শেখ, ঢাকা ড্রাইভিং ইন্সট্রাক্টর মো জাহিদুল ইসলাম, বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেল মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবির প্রমুখ। এসময় প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী চালকদের কারণ ও তার প্রতিরোধের কৌশল ড্রাইভিং কৌশল এবং জরুরি অবস্থা করনের বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদের প্রতি শিষ্টাচার এবং পেশাগত আচরণ নিয়েও আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় নারায়ণগঞ্জ সার্কেলের সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান প্রশিক্ষণ গুরুত্ব নিয়ে বলেন একজন দক্ষ চালক নিজের জীবনই না বরং সড়কের চলাচলকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ভুমিকা রাখেন। তিনি তার বক্তব্যের মাঝে প্রশিক্ষণ বিষয় প্রশ্নের নানা প্রশ্নের উত্তরদাতাদের পুরস্কৃত করেন। এই কর্মশালায় লাইসেন্সধারী ১৬০ জন পেশাজীবী চালকদের সনদ প্রদান করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা