আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | বিকাল ৩:২৫

যেকোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে

ডান্ডিবার্তা | ২৫ এপ্রিল, ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র আবারও যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় এসব কথা বলেন তিনি। দিনব্যাপী এ কর্মশালায় ৩১ দফার নানা দিক তুলে ধরে বিএনপির প্রশিক্ষণ সেলের নেতারা বক্তব্য দেন। তারেক রহমান বলেন, দেশের ভালো যত কাজ তার ৭০ ভাগ বিএনপি করেছে। শহীদ জিয়াউর রহমানের সময় থেকেই দেশের সংস্কার শুরু করেছে বিএনপি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি দেশ সংস্কারের প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, গণতন্ত্রে মতভেদ থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও ৩১ দফা পৌঁছে দেওয়ার আহŸান জানিয়ে তারেক রহমান বলেন, স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই অনেক সমস্যার সমাধান তৃণমূলেই সম্ভব। গত ১৫ বছর দেশে জবাবদিহিতা ছিল না বলেই লুটপাট, দুঃশাসন, অনিয়ম হয়েছে।

ই-২৮ পি-১ ক




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা