আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৮

নারায়ণগঞ্জে রোগীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক

ডান্ডিবার্তা | ২৭ এপ্রিল, ২০২৫ | ৯:১৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলার খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি হাসপাতালকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব করার লক্ষ্যে উদ্যোগ নেওয়ার কথা জানান। গতকাল শনিবার সকালে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন। জেলা প্রশাসক হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করে দ্রæত সেখানে স্থানান্তরের পরামর্শ দেন। সেইসঙ্গে নার্সদের জন্য নির্মিত নতুন ভবনের কাজ অসমাপ্ত থাকায় এ সমস্যা সমাধানে দ্রæত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি ডাক্তারদের জন্য নির্মিত আবাসিক এলাকা ও আনসার সদস্যদের জন্য আবাসন সুবিধার প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন। এছাড়া আনসারদের জন্য একটি আবাসন নির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক হুইলচেয়ারের সংকট লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে ৫টি হুইলচেয়ার প্রদান করেন। তিনি হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা উপর গুরুত্বারোপ করেন। সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করে তিনি বলেন, সেবাগ্রহীতাদের জন্য একটি মানবিক, উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম অঙ্গীকার। হাসপাতালকে একটি সুগঠিত, আধুনিক ও যুগোপযোগী রূপে গড়ে তোলার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করবো। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক তত্ত¡াবধায়ক ডা. মো. আবুল বাসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) মোঃ হারুন অর রশিদ, কনসালটেন্ট সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা