আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | বিকাল ৪:২৪

বন্দরে অটো-মিশুকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪জন আহত

ডান্ডিবার্তা | ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:৩৪ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে বেপরোয়া অটোগাড়ী ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে ফটোসাংবাদিক মেহেদী হাসান রিপনের জামাতা ও শিশু নাতনিসহ ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। আহত ৪ জনের মধ্য মিশুক যাত্রী ২ জনের নাম পরিচয় পাওয়া গেলেও আহত মিশুক চালক ও অটো চালকের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। আহতরা হলো, বন্দর উপজেলার আলীনগর এলাকার এবাদুল্লাহ মিয়ার ছেলে শাওন (২৫) ও তার মেয়ে আফরিন (৫)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। গত শনিবার দুপুর ২টায় বন্দর থানার ৩য় শীতলক্ষ্যা সেতু নিচে মদনগঞ্জ গাউস দরবার শরীফের সামনে এ র্দূঘটনাটি ঘটে। আহত মিশুক যাত্রী শাওন গণমাধ্যমকে জানান, আমার মেয়েকে সাথে নিয়ে নিজ বাড়ি থেকে মিশুক যোগে শ্বশুরবাড়ী মাহামুদনগর এলাকায় যাওযার সময় বেপরোয়া গতিতে আসা একটি অটোগাড়ী নিয়ন্ত্রন হারিয়ে আচমকা মিশুক গাড়ীটিকে সামনে দিকে ধাক্কা দেয়। এ ঘটনায় আমি ও আমার মেয়েসহ উভয় গাড়ী চালক মারাত্মক ভাবে জখম হয়। পথচারিরা আমাকে ও আমার মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। বাকী আহতদের অন্যান্য হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা