আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | রাত ২:২২
শিরোনাম:
সোনারগাঁয়ে চাঁদাবাজরা বেপরোয়া কোটি টাকার মালামাল লুট    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     পুলিশ কেন আত্মহত্যা করে?    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া    ♦     সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল    ♦     রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত    ♦     মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন    ♦     বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও ফাঁস    ♦     আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ: জাকির খান    ♦    

সিদ্ধিরগঞ্জে মাজারের আড়ালে চলছে মাদক ব্যবসা

ডান্ডিবার্তা | ২৯ এপ্রিল, ২০২৫ | ১১:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জ নাসিক ৬নং ওয়ার্ডের আইলপাড়া এলাকায় ‘দয়াল বাবা শাহ সুফী সাইয়্যেদ ফকির রজ্জব আলী শাহ হুজুর কেবলা রহ:’ নামক মাজারটি নিয়ে স্থানীয় জনগণের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, উক্ত স্থানটি প্রকৃতপক্ষে কোনো ধর্মীয় তীর্থস্থান নয়; বরং এটি একটি কথিত ভুয়া মাজার, যার প্রতিষ্ঠাতা জনৈক শেখ আবুল হোসেন চিশতী। যিনি এলাকায় মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। আর এ মাজারের অন্তরালেই আবুল ও তার বোন যুব মহিলা লীগ নেত্রী লেডি মাস্তান শায়লা বেগম গড়ে তুলেছেন রমরমা মাদক সিন্ডিকেট। গত শনিবার দুপুরে আবুল হোসেনের ছেলে ও লেডি মাস্তান শায়লার ভাতিজা পারভেজকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এর আগেও আবুল হোসেনের বাড়িতে একাধিকবার অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও নগদ অর্থসহ তাঁদের হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে আবার জামিনে বেরিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে তারা। এলাকাবাসী ও সরেজমিনে অনুসন্ধান সূত্রে জানা যায়, নাসিক ৬নং ওয়ার্ড যুব মহিলা লীগ নেত্রী লেডি মাস্তান শায়লা বেগম মাজারের অন্তরালে মাদক ব্যবসা পরিচালনা করে রাতারাতি কোটিপতি বনে গেছেন। ভাই ও ভাতিজাদের নিয়ে গড়ে তুলেছেন এ সিন্ডিকেট। এ সিন্ডিকেট বাহিনীর নেতৃত্বে দিনরাত ৬নং ওয়ার্ড এর সকল অলিগলিতে গাঁজা, হিরোইন, ইয়াবা, ফেনসিডিলসহ মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মতিউর রহমান মতির সহযোগী হওয়ার সুবাদে বীরদর্পে মাদক ব্যবসা করে বিপুল অর্থ বিত্তের মালিক বনে গেছেন শায়লা বেগম। গত ৫ আগস্টের পর আওয়ামীলীগের পতন হলে বিপাকে পড়ে শায়লার মাদক সিন্ডিকেট। আর তাই নির্বিঘেœ মাদক ব্যবসা পরিচালনা করতে বাড়ির চারপাশে বেড়া নির্মাণ করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে গতিবিধি পর্যবেক্ষণে বসিয়েছেন সিসি ক্যামেরা। এ ব্যাপারে এলাকার সচেতন মহল বলেন, দীর্ঘদিন ধরে গোপনে মাদকের ব্যবসার সাথে জড়িত রয়েছেন শায়লা বেগম।এতদিন সুপরিকল্পিত ভাবে মাদক ব্যবসা করে আসছেন কিছু অসাধু প্রশাসনের কর্মকর্তা ও পলাতক স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ম্যানেজ করে। প্রতি বছর ৩, ৪ ও ৫ ফাল্গুন এখানে “ওরশ” আয়োজন করা হয়, যেখানে গাঁজার আসর, নাচ-গান, বাদ্য-বাজনা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাÐ সংঘটিত হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় মসজিদের মুসল্লি, শিক্ষার্থী এবং অভিভাবকরা জানান, এই আয়োজনের ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, যুবসমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়ছে। বিশেষ করে, মাদক সেবন, নারী সংক্রান্ত অনৈতিক কার্যকলাপ ও উচ্ছৃঙ্খলতার অভিযোগ উঠেছে, যা রাষ্ট্রীয় আইন পরিপন্থী। মাজারের খানকার ভিতর প্রতিদিনই সন্ধ্যার পরে অসামাজিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।এলাকাবাসীর পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানানো হচ্ছে, অবিলম্বে এই কথিত মাজারের নামে মাদক বিক্রিসহ চলমান অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাজারটি বন্ধ করা হোক, যাতে এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক ভারসাম্য বজায় থাকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা