আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৯:১১

সমস্যা যেন নগরবাসীর নিত্য সঙ্গী

ডান্ডিবার্তা | ২৯ এপ্রিল, ২০২৫ | ১১:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
একসময়ের প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ আজ সারাদেশে শিল্প নগরী হিসেবে পরিচিত। চাল, ডাল চিনি, সুতা, গার্মেন্টস শিল্প, লৌহ শিল্প থেকে শুরু করে কি নেই এখানে। ব্যবসাকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে কর্মের সন্ধানে এসে বসবাস করছে। তাই ছোট্ট এ জেলাটি ব্যবসায়িক কেন্দ্রস্থল হিসেবেই বেশী সমাদৃত। এছাড়াও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও রয়েছে এ জেলার বিশেষ অবদান। বর্তমানে এ জেলায় কয়েক কোটি মানুষ বসবাস করছে। সারাদেশের মধ্যে সবচাইতে বেশী কর এই অঞ্চল থেকে পেয়ে থাকে সরকার। কিন্তু সেই হিসেবে তেমন উন্নয়ন চোঁখে পড়েনা। জেলা প্রশাসন বিভিন্নভাবে চেষ্টা করছে জেলার মানোন্নয়নে। জেলাবাসীকে সবচাইতে বেশী দূর্ভোগ পোহাতে হয় যানজটের কারনে। যার মধ্যে জেলার প্রাণকেন্দ্র চাষাড়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত অস্বাভাবিক রকমের যানজট যেন নিত্যদিনের সঙ্গী। এর মধ্যে মরার উপর খাড়ার ঘাঁ হয়েছে ইদানিং সময়ের ড্রেনেজ ব্যবস্থার কাজ উভয় পার্শ্বে শুরু করায়। যার ফলশ্রæতিতে যানজট আরো বেড়ে গেছে।
নগরীর প্রাণকেন্দ্র চাষাড়া, কালীরবাজার, ২নং রেল গেইট সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ চলমান রয়েছে। তবে সেগুলো এখনো পর্যন্ত শেষ না হওয়ায় যানজটের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। এদিকে ২নং রেল গেইটের সামনে বন্ধন, উৎসব বাসের অবৈধ কাউন্টার যানজট তৈরিতে অসামান্য অবদান রেখে চলেছে। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়ত সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনা প্রশাসন ও বাস মালিকদের। নগরীর প্রান কেন্দ্র চাষাড়ায় রয়েছে বেশ কয়েকটি অবৈধ স্ট্যান্ড যার ফলশ্রæতিতে চাষাড়ায় অনেক বেশী জ্যামের সৃষ্টি হয়। রাস্তা পারাপার হতে গেলেও দূর্ভোগের শেষ নেই। তাই চাষাড়া গোল চত্বর ও ২নয় রেল গেইটে ফুট ওভার ব্রিজের খুব বেশী প্রয়োজন বলে মনে করছে নারায়ণগঞ্জের সচেতন মহল। যদি বর্তমান জেলা প্রশাসক এসকল বিষয়ে সুদৃষ্টি দেন তাহলেই নগর বাসী দূর্ভোগ থেকে রেহাই পাবে বলে মনে করে নারায়ণগঞ্জবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা